১) শেখ হাসিনার সরকারের ও উনার দলের লোকেরা জাতির সম্পদ এমন হারে চুরি করছিলো যে, জাতির ৭০/৮০ ভাগ মানুষ অনেক শ্রম দিয়েও টিকে থাকতে পারছিলো না। এই অবস্হায় আমেরিকান এম্বেসী এই লোকদের একাংশকে উৎখাত করেছে; ব্যুরক্রেট ও সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার সরকারের শক্তিশালী অংশ, এরাই সবচেয়ে বেশী ক্ষতি করছিলো।
২) আমেরিকান এম্বেসী শেখ হাসিনার সরকারকে শুধু মিলিটারী দ্বারা সরালে, আওয়ামী লীগ মাঠে নামতো, এই কারণে তারা জামাত-শিবির ও অন্যান্য স্বাধীনতা-বিরোধীদের কৌশলে মাঠে নামায়ে ছিলো।
৩) আমেরিকান এম্বেসী ভুল করেছে, ড: ইউনুসের সাথে ছেলেপেলেদের যোগ করে; এতে আমাদের ছাত্ররা আগামী ১০ বছরেও বই খুলে দেখবে না; জাতি ইয়েমেনের লেভেলে চলে যাবে।
৪) দেশকে চালাতে হবে বিদ্যান ও সৎ লোকরা, যাদের সংখ্যা জাতিতে ১০ জনেরও কম আছে। সেজন্য জাতির দরকার কোনভাবে ১টা "দলহীন দক্ষ-মানুষের সরকার" গঠন করা।
৫) আমেরিকান এম্বেসীর লোকজন চাকুরী করে, এরা এক সময় চলে যাবে, আমাদের সমস্যা রয়ে যাবে।