আমার কোন জন্মদিন নাই হে
ঘর বাড়িও নাই , একখান পেট আছে ,
কোনো কাগজ পত্তর নাই ।
বন্যায় ভেসে গেছি , খরায় পুড়ে মরেছি
তোমারে ভোট দিয়ে রাজা করেছি ।
তুমি রাজা প্রমাণ আছে , আমি প্রজা ,
তার কোনো প্রমাণ নাই ।
দাঙ্গায় কাটা পরেছি , যুদ্ধে গুলি খেয়েছি
তোমার গোপন বাঙ্কার পাহারা দিয়েছি
তোমার গোটা রাষ্ট্র , আমার সাড়ে তিন হাত মাটিও নাই
আমি বাংলাদেশে অনির্বাণ সূর্যকান্ত
ভারতে জাহাঙ্গীর আবেদিন , আমি দুই কূলে
সংখ্যালঘু , আমার আপন নদী নাই ।
এসো শক্তিধর রাষ্ট্র , আমাকে কনসেন্ট্রেশন
ক্যাম্প-এ পাঠাও , আমি বাংলায় প্রতাপ মুখোপাধ্যায় , আসামে বাসব রায় ।
আমার নির্ঘুম রাত আছে ,
দুচোখে আতঙ্ক আছে ,
ভয়ে কুঁকড়ে যাওয়া পরিজন আছে ,
উঠোনে বৃদ্ধ আমগাছ আছে ,
দুপুরের রোদ , সন্ধ্যার ছায়া
নক্ষত্র পুঞ্জ , মহাশূন্য ..
হে রাষ্ট্র ,
আমার কোন রাষ্ট্র নাই।
.
প্রতাপ মুখোপাধ্যায়
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০২