যন্ত্রনারা
খানিক ভালো, ভোরের আলো
যখন ফোটে
ঠিক তখনই যন্ত্রণারাও
এগিয়ে আসে।
যন্ত্রণা সব খানিক বাজে,
মনের মাঝে কোন খেয়ালে
স্মৃতির পাতায় আঁচড়িয়ে যায়,
এবং বলে
"হারছ তুমি।"
কিন্তু জানি
যন্ত্রণারা ঠিক সাথে রয়।
একলা বিকেল, কিম্বা ধরো
ঝড়ের সে রাত, শীতকাতুরে
ভোরবাতাসে যতই কাঁপাক,
যন্ত্রণারা সঙ্গে থাকে।
যন্ত্রণাদের হরেকরকম রকমসকম
একের থেকে আরেক তাদের স্বভাব যত,
তোমায় শুধু বুঝতে হবে মর্জি তাদের,
তাহলে ঠিক যন্ত্রণারা তোমার মত।
জীবন জীবনসঙ্গী খোঁজে যন্ত্রণাকেই,
কারণ তাতে উত্তেজনার
দিক ঠিকানায়
ছুটতে গিয়ে নেই কোন ভয় মরণপণে
যন্ত্রণারা সাথেই থাকে খুব গোপনে,
জীবন জানে।
তোমার আমার এবং সবার
যন্ত্রণাদের আসল মানে
জীবন জানে।