আসার আগেই জানিয়েছিলে চলে যাবে
যাওয়া আসার রাস্তা ওই একটি ছিল,
মোড় ঘুরতেই দেখা হল তোমার আমার,
বিকেল থেকে সন্ধ্যে তখন নামছে সবে।
চলেই যাচ্ছো তাহলে?
ধরে রাখার চেষ্টা তোমার কখন ছিল?
চেষ্টা করলে থামতে বুঝি!
শরীর জুড়ে তোমার দুদিনের উপনিবেশ,
আমি বরাবরই হৃদয় খুঁজি।
তা, হৃদয় পেলে?
উত্তর নেই আমার কাছে!
হৃদয় পেলে, হৃদয় পেলে, এখনও আমার কানে বাজে!
তোমার মত চরিত্রহীনা আগে দেখিনি!
এক পুরুষে স্বাদ মেটেনা না?
না, মেটেনা।
ভীষণ সোজা জবাব ছিল, তোমার।
মরা আলোয় মরেছিলাম তোমার চোখে, আঘাত বোমার।
মাস পেরিয়ে বছর হয়েছে
গল্প বেড়েছে তোমাকে নিয়ে,
গল্পগুলো সব একই রকম,
একলা মেয়ে,একা ফ্ল্যাট, নতুন নতুন সঙ্গী পুরুষ, আমি তো শুনেই জখম।
.
আবার জন্ম নিও নারী, শুধু আমার জন্য,
তবে এবার রক্ত বয়ে প্রেম এনো, আমি হব ধন্য।