এখানে পঞ্চাশটি প্রশ্ন রয়েছে যার উত্তরগুলো আপনাকে হয়তো সাহায্য করতে পারবে আপনার অবচেতন মনে প্রভাব বিস্তার করার জন্য। প্রশ্ন গুলো সাধারন মনে হতে পারে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে, আমাদের জীবনে রয়েছে এগুলোর বাস্তব প্রয়োগ কিংবা হয়তো অপপ্রয়োগ। এমনকি এই প্রশ্ন গুলোর উত্তর হয়তো আপনার মনের গভীরে বসে থাকা কোন দ্বিধা বা জড়তাকে পাশ কাটাতে বা জয় করতে সাহায্য করবে। এই প্রশ্নগুলোর কোন ‘সঠিক’ বা ‘ভুল’ উত্তর নেই- দীর্ঘ সময় চিন্তা না করে মনের ভিতর থেকে যেটা উঠে আসে সেটাকেই আপনার উত্তর বলে ধরে নিতে হবে।
বলাই বাহুল্য এটি একটি অনুবাদক পোস্ট। তবে এবার এটি ভাবানুবাদ করেছি। বরং বলা যায় করতে বাধ্য হয়ে হয়েছি। লেখার শেষে মূল পোস্টের লিংক দিয়ে দিয়েছি। তাড়াহুড়া বা ইংরেজী ভোকাবুলারীতে দুর্বলতার জন্য কিছু ভুল থেকে যেতে পারে। কেউ ধরিয়ে দিলে সংশোধন করে নিবো এবং একই সাথে কৃতজ্ঞ থাকবো।
এবার প্রশ্নগুলো দেখুন এবং ভাবুন.......
1. এমন যদি হয় আপনি আপনার বয়স জানেন না- তাহলে আপনি আপনার নিজের বয়স কত ভেবে নিবেন?
2. কোনটি বেশী খারাপ? ব্যর্থতার অভিজ্ঞতা সন্মুখিন হওয়া নাকি কোন চ্যালেঞ্জই না নেয়া?
3. যদি আমরা মেনেই নিই, জীবন খুব ছোট। তবে কেন আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করছি যা আমরা ভালোবাসি না তা করে অথবা যা আমরা ভালোবাসি তা না করে?
4. যদি সমস্ত কাজ সম্পন্ন হয়ে যায়- তাহলে আপনি আপনার বাকি সময় কি করে কাটাতে চাইবেন? আরোও কিছু কাজ করে নাকি কথা বলে?
5. যদি পৃথিবীর শুধু একটি বিষয়ই পরিবর্তন করার ক্ষমতা আপনাকে দেয়া হয়- তাহলে আপনি কি বা কোনটি পরিবর্তন করতে চাইবেন?
6. যদি সুখ টাকা হতো, তাহলে কি ধরনের কাজ আপনাকে ধনী করতে পারতো?
7. আপনি কি তাই করছেন, যা আপনি বিশ্বাস করেন নাকি যা করছেন, তা বিশ্বাস করার চেষ্টা করে যাচ্ছেন শুধু?
8. যদি জানতে পারতেন যে, আপনি মাত্র চল্লিশ বৎসর বাঁচবেন- বাকি দিনগুলো আপনি আপনার সর্বোচ্চ আনন্দে বাঁচার জন্য নিজের জীবনের কোন দিকটি পরিবর্তন করতে চাইতেন?
9. আপনার জীবনে যা ঘটছে, তা নিয়ন্ত্রনের জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন?
10. আপনার কাছে কোনটি বেশী জরুরী? কাজ যথাযথভাবে করা নাকি সঠিক কাজটি করা?
11. ধরুন আপনি সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির সাথে দুপুরের খাবার খাচ্ছেন, তারা অন্যায় ও উগ্রভাবে আপনার একজন ঘনিষ্ট বন্ধুকে সমালোচনা করে যাচ্ছেন যদিও তারা জানেন না যে ঐ ব্যক্তি আপনার ঘনিষ্ট বন্ধু। ঐ অবস্থায় আপনি কি করবেন?
12. যদি একটি শিশুকে তার জীবন সম্পর্কে একটি মাত্র উপদেশ দিতে আপনাকে বলা হতো- আপনি তাকে কি উপদেশ দিতেন?
13. আপনি ভালোবাসেন এমন কারো জন্য কি আপনি প্রচলিত আইন ভাঙতেও রাজি আছেন?
14. আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে, কেউ মানসিক রোগী হয়ে যেতে পারে এবং তার এটি ভেবে নেয় যে, তারা আসলে জিনিয়াস?
15. যদি আপনাকে সকল মানুষের নিকট থেকে পৃথক করে দেয়া হয়, তাহলে ঐ জীবন নিয়ে আপনি কি করতে চাইবেন?
16. এটা কি হতে পারে, আপনাকে সুখী করে এমন কোন কিছু যা অন্য কাউকে সুখী করতে পারে না?
17. এমন কোন কিছু যা আপনি সবসময় করতে চাইতেন কিন্তু কখনোই করতে পারেন নি? এটি করতে আপনাকে কি বা কে বাঁধা দিচ্ছে?
18. এমন কি বা কে আছে যা বা যাকে আপনি এখনোও ধরে রেখেছেন কিন্তু অনেক আগেই তা বা তাকে আপনার চলে যেতে দেয়া উচিত ছিলো?
19. যদি কেউ আপনাকে সুযোগ করে দিত অন্য কোন দেশে একেবারে চলে যাওয়ার জন্য- আপনি কোন দেশে যেতেন? এবং কেন?
20. আপনি কখনোও লিফ্ট এর বাটন একাধিকবার চেপেছেন? আপনি কি সত্যিই মনে করেন যে, একাধিকবার চাপার দরুন লিফ্টটি আপনাকে দ্রুত উপরে বা নিচে নিয়ে যাবে?
21. আপনি কোনটি পছন্দ করতেন? একজন ঝামেলা বহুল মেধাবী হতে নাকি একজন সুখী বোকা মানুষ হতে?
22. আপনি কি বলতে পারেন? কেন আপনি, আপনি?
23. যদি আপনি আপনার বন্ধু হতে পারতেন, তাহলে কি সত্যিই আপনি আপনার মতো এরকম একজন বন্ধু কামনা করতেন?
24. কোনটি বেশী খারাপ? আপনার সবচাইতে কাছের বন্ধুকে অন্য কোন দেশে চিরতরে চলে যেতে দেখা নাকি মনের দিক থেকে সম্পূর্ণ আলাদা হয়ে কাছাকাছি বাস করা?
25. আপনি আপনার কিসের জন্য সৃষ্টিকর্তার নিকট সবচাইতে কৃতজ্ঞ?
26. কোনটি আপনি পছন্দ করবেন? আপনার সমস্ত পুরনো স্মৃতি হারিয়ে যাওয়া নাকি নতুন কোন স্মৃতি আর তৈরী না হওয়া?
27. আপনি কি মনে করেন যে, ‘সত্য’ কে আপনি উপলব্ধি করতে পারবেন যদিও না আপনি তার অন্বেষন করেন?
28. আপনার সবচাইতে বড় ভয় কি কখনোও বাস্তবে রুপ নিয়েছিল?
29. আপনি কি মনে করতে পারেন, আজ থেকে পাঁচ বছর আগে আপনি কতটা অসুখী ছিলেন? এটা কি বর্তমানে আপনার নিকট কোন অর্থ বহন করে?
30. আপনার ছেলেবেলার সবচাইতে সুখকর মুহুর্ত কি ছিলো? কেন এটি আপনার সবচাইতে সুখকর ছিলো?
31. আপনার কোন অতীত ঘটনা বা অভিজ্ঞতা কি আপনাকে এখনোও বাঁচিয়ে রেখেছে?
32. যদি এখন না হয়, তবে কখন?
33. যদি আপনি এখনোও কিছু না-ই অর্জন করে থাকেন, তবে আপনি কি হারানোর ভয় করছেন?
34. আপনি কি কখনোও অনুভব করেছেন যে, কারোও সাথে আপনার কিছু মুহুর্তের জন্য হলেও খুব গভীর যোগাযোগ হয়েছিলো যদিও আপনারা মুখে একটি কথাও উচ্চারন করেন নি?
35. এটি কি চুড়ান্তভাবে নিশ্চিত হওয়া সম্ভব যে, কোন কিছু আসলেই ভালো অথবা খারাপ?
36. যদি আপনাকে কোটি টাকা দেওয়া হতো, আপনি কি আপনার বর্তমান চাকুরী বা পেশা ছেড়ে দিতেন?
37. কোনটি আপনি অধিকতর পছন্দ করবেন? প্রচুর কাজ যা আপনার সত্যিই করা প্রয়োজন নাকি কম কাজ যা আপনি আরামে করতে পারবেন?
38. আপনি কি এটা মনে করেন যে, আপনি আজকে সেই রকম একটি দিন-ই কাটাচ্ছেন যেরকম দিন এর আগেও আপনি হাজারটা কাটিয়েছেন?
39. এটি শেষ কবে ছিলো যে, আপনি কোন পদক্ষেপ নিয়েছেন গোছানো কোন প্ল্যান ছাড়া শুধু হৃদয়ের তাগিদ থেকে?
40. আপনি যাদেরকে চেনেন, তারা সবাই কালকে মারা যাবে- আপনি কার সাথে শেষবারের মতো দেখা করতে যাবেন?
41. বিশ্ববিখ্যাত হওয়ার জন্য আপনি আপনার আয়ু হতে দশ বছর সময় হারাতে রাজি আছেন?
42. জীবন এবং অস্তিত্ব এর মাঝে পার্থক্য কী? আপনি কি মনে করেন?
43. কখন সেই সময় আসবে যখন আপনি ঝুঁকি নিয়ে হলেও সঠিক কাজটিই করবেন?
44. যদি আপনি ভুল থেকেই শিখেন, তাহলে আপনি ভুল করতে ভয় পান কেন?
45. যদি জানতেন যে কেউই আপনাকে সঠিকভাবে বুঝতে পারে না তবে আপনি একা কি কি করতে চাইতেন?
46. শেষবারের মতো কবে আপনি আপনার হৃদয়ের স্পন্দন শুনেছেন?
47. এটি কি যা আপনি সবচাইতে ভালোবাসেন? আপনার সর্বশেষ পদক্ষেপ কি আপনার এই ভালোবাসা প্রকাশ করার জন্য যথেষ্ঠ ছিলো?
48. এটি কি আপনি পার্থক্য করতে পারবেন যে, আপনি গতকাল কি করেছেন এবং গত পাঁচ বছর ধরে প্রতিদিন আপনি কি করছেন? এর আগের দিনগুলোই বা কেমন ছিলো আপনার কাছে?
49. আপনি কি আপনার সিদ্ধান্ত নিজেই নেন নাকি অন্য কেউ আপনার হয়ে তা নিয়ে দেন?
50. আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা কোনটি যেটি আপনি নিজেই নিজের জন্য রক্ষা করেছেন?
মুল ইংরেজী লেখাটির লিংক এখানে- ব্রাইট সাইড ডট মি।
50 thought-provoking questions which will change your perspective on life
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৪