একটি বিষয় আজ কয়দিন ধরে মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে। বিষয়টি একটু বুঝিয়ে বলি.......
১ম ছেলে- একটি ছেলে তার কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর চাকুরী জীবন শুরু করে বিয়ে করার আগে পর্যন্ত কোন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়নি। কিন্তু সে তার জীবনের এতটুকু সময়ের মধ্যে বেশ কয়েকবার হোটেল পাড়ায় মেয়েদের কাছে ঢু মেরেছে। কিন্তু পরিবার থেকে যখন তার জন্য মেয়ে দেখা শুরু করলো, তখন অনেক গুলো মেয়ের মধ্যে একজনকে তার অনেক ভাল লেগে যায়। এবং একসময় যথারীতি সে বিয়ে করে বেশ কয়েক বছর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কিন্তু কথায় বলে মানুষের মন আকাশের রং। দেখা গেলো কোন কারনে হয়তো তার ভালোলাগার স্ত্রীকে আর ভালো নাও লাগতে পারে।
২য় ছেলে- এবার অারেক দিকে অন্য একটি ছেলে তার কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর চাকুরী জীবন শুরু করে বিয়ে করার আগে পর্যন্ত ৫/৬ টা মেয়ের সাথে প্রেম করে। যার মধ্যে সবার সাথেই মোটামুটি রুম ডেটিং করে কিন্তু একজনের সাথে মাত্র একবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। আর অন্য একজনের সাথে মোটামুটি বছর খানেক নিয়মিতই শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু অবশেষে ছেলেটি তার মা বাবার পছন্দের এবং নিজেও পছন্দ করেই মেয়েটিকে বিয়ে করে। এবং যথারীতি সেও বিয়ে করে বেশ কয়েক বছর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কিন্তু ঐ যে কথায় বলে মানুষের মন আকাশের রং। দেখা গেলো কোন কারনে হয়তো তার ভালোলাগার স্ত্রীকে আর ভালো নাও লাগতে পারে।
আমার জানার আগ্রহ হলো যে, স্বাভাবিক ভাবে (এক্সেপশনাল কেস বাদে) উপরের দুইজন ছেলের মধ্যে কোন জনের স্ত্রীকে তার আর ভালো না লাগার সম্ভাবনা বেশী?
১ম জনের নাকি ২য় জনের?
আমি জানি আমার জানার আগ্রহের বিষয়টি খুবই হালকা মানের, তবে বিষয়টি কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে একদম ফেলনা বলে উড়িয়ে দেওয়ার মত নয়। কেননা নিজেদের ছোট ভাই বোনদের/ সন্তানদের বিয়ের জন্য আসু পাত্রদের মধ্যে এমন ধরনের পাত্রের আগমনই তুলনামূলক বেশী আসার কথা। সো বিষয়টি নিয়ে ভাবার যথেষ্ঠই অবকাশ থেকে যায়।
প্রিয় ব্লগারগন এ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত দিবেন বলে একান্তভাবে কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮