অনেক হইল প্যাচাল, এখন মুল পোস্টে আসি। যদিও ফাস্টপার্সন শুটার আমার বেশি পছন্দ তবে আসলে সবধরনের গেমই আমি পছন্দ করি শুধু থার্ডপার্সন আগডুম বাগডুম গেমগুলো বাদে। একজনের অনুরোধে পরে খেলতেও হয়েছে এইধরনের একটা গেম, তবে খারাপ না লাগলেও শেষ করতে পারি নাই !!!
স্ট্র্যাটেজি গেমস
রাইজ অফ নেশনস : স্ট্রাটেজি গেম খেলেন অথচ এই গেমের নাম শুনেন নাই এইরকম পাবলিক ধরাধামে অবশ্যই বিরল। সম্ভবত এটাই মাইক্রোসফটের রিলিজকৃত আধুনিকতার ছোয়া সম্বলিত ১ম স্ট্রাটেজি গেম। আমি খেলেছি গোল্ড এডিশন যেটাতে এক্সপানশন প্যাকও ইন্ক্লুডেড। এক্সপানশন প্যাকে আমেরিকা, ইন্ডিয়া ইত্যাদি নতুন নেশন অ্যাড করা হয়েছে।
রাইজ অফ লিজেন্ডস : আরেকটি স্ট্র্যাটেজি গেম। পুরোপুরিই অন্যরকম এক্সপেরিয়েন্স। ১ম ১ম ভালই লাগছিল, তবে কেন জানি ক্যাম্পেইন মোডে বেশিক্ষন খেলতে পারি নাই। যারা ওয়ারক্রাফ্ট / ডটা খেলেন তাদের কাছে ভালও লাগতে পারে।
এজ অফ এম্পায়ারস ৩ : আমার অসম্ভব প্রিয় একটা গেম। মোট ৩টা এক্সপানশনের সবগুলাই শেষ করছি। আমার মনে হয় না এই গেম খেলতে কারও বাকি আছে। তবে যদি কারও বাকি থাকে অবশ্যই খেলবেন। এখন এইটাই খেলছি। কেউ যদি ভেবে থাকেন এক্সপানশনগুলো ও মূলগেমের মাঝে মিল আছে তাহলে ভুল করবেন। যেমন- এশিয়ান ডায়নেস্টি এক্সপানশনে ইউরোপিয়ান নেশনগুলোর সাথে ব্যাবসা-বাণিজ্য করার ব্যবস্থা আছে। আবার ওয়ারচীফ এক্সপানশন খেলার সময় দেখেছিলাম একটা সার্কেল বানিয়ে তার মাঝে নাচানাচি করে রিসোর্স জেনারেট করতে হয়( খেয়াল পড়ছে না), যার কিছুই মূল গেমে নাই।
ফাস্টপার্সন শুটার
হোমফ্রন্ট: ব্লগার অনিমেষ হৃদয় এইটা নিয়ে একটা রিভিউ দিয়েছিলেন,খেলা শুরু করা স্বত্বেও কিন্তু বেশিদুর খেলা হয় নাই। সাউন্ড ঘ্যারঘ্যার করছিল। ভবিষ্যতে ফ্রেশ কপি কালেক্ট করে খেলার ইচ্ছা আছে। যদিও গেমটা আসলেই কেমন হবে তা নিয়ে একটু সন্দেহে আছি।
উলফেনস্টাইন: রিটার্ন টু দি ক্যাসল উলফেনস্টাইন গেমের অনেক পরে রিলিজ হওয়া এই গেমটি খেলতে মোটামুটি ভাল লাগলেও গেমটির আগের ভার্সনের কাছে নিতান্তই দূর্বল বলে মনে হয়েছে। সাথে আছে অলৌকিক সব ব্যাপার-স্যাপার। ২য় বিশ্বযুদ্ধের জার্মানীর বিভিন্ন গোপন প্রজেক্ট স্যাবোটাজ করার মধ্যেই দিয়েই মূলত গেমের কাহিনী এগিয়ে গিয়েছে, এবং নাম দেখে বুঝা না গেলেও এইটা আসলে আগেরটারই সিকোয়াল।
ক্রাইসিস ২: একটু দেরীতে হলেও ক্রাইসিস ২ অবশেষে খেলা হল। ক্রাইসিস এবং ক্রাইসিস ওয়ারহেড থেকে অনেকগুনে উৎকৃষ্ট এই গেমটির গ্রাফিক্স, গেমপ্লে সবকিছুই দূর্দান্ত এবং পুরোইটাই শহরকেন্দ্রিক। আগের পার্টগুলো যেহেতু খেলি নাই তাই বলতে পারছি না এই কিউট কিউট এলিয়েনগুলো এই পার্টেই নতুন যোগ হয়েছে কিনা
থার্ডপার্সন আগডুম বাগডুম :
প্রোটোটাইপ : এইটা নিয়ে ২-৪ লাইনও লিখতে পারবো না কারন এই গেমটা আমি শেষই করতে পারি নাই। তবে সাধারণত থার্ড পার্সন গেম না খেললেও এই গেমটা জঘন্য মনে হয় নাই। তবে অ্যাবনর্মাল জিনিশপত্রগুলি এই ধরনের গেমে বেশি থাকে। তাই একমাত্র জিটিএ ছাড়া আমি সবধরনের থার্ডপার্সন টাইপ গেম এড়িয়ে চলি। বিস্তারিত পড়তে ক্লিকান
রেসিং:
ফ্লাটআউট ২/৩ : ২টা ভার্সনে কি বিশেষ কোন পার্থক্য আছে ??? আমার কাছে তেমন কোন পার্থক্য চোখে পড়ে নাই। আমার সবসময়ই খেলা অন্যতম একটা রেসিং গেম। বিভিন্ন ধরনের রেসিং মোড (নাকি মুড) এর মধ্য আছে স্টান্ট, ক্যারিয়ার, ডারবি ইত্যাদি। গাড়িও আছে তিন ক্যাটাগোরীর- ডারবি ক্লাস, স্ট্রিট ক্লাস, রেসিং ক্লাস। আমার পছন্দের মোড ডার্বি !!!
ব্লার: এখনও শেষ করে উঠতে পারি নাই। অসাধারণ একটা গেম, ধুপ ধাপ পাওয়ার মারা যায় !!!
এখন আসি পোস্টের ২য় পর্বে- আমি আর কিছু বলবো না, শুধু ছবিগুলো দেখেন। যারা আগে দেখেছেন তারা আরও একবার দেখেন। ছবির সাইজ বড় ছিল বিধায় কম্প্রেস করা হয়েছে, তবে বুঝতে অসুবিধা হবে না।
***এই ছবিগুলো কল অফ ডিউটি সিরিজের-
***এইগুলো হল medal of honor সিরিজের আপকামিং গেম medal of honor warfighter এর-
আমার যতদুর খেয়াল আছে medal of honor গেমে সবগুলারই লম্বা দাড়ি ছিল, কিন্তু ক্যাপ্টেন প্রাইসের মত কাউকে দেখেছি বলে মনে হয় না। গতবছর মডার্ন ওয়ারফেয়ার ৩ এর ওয়েবসাইট নিয়ে কাউমাউ করে ঠকলো তাও লজ্জা হয় না শালাদের !!!