গেম রিভিউ-১ : Call of Duty 4: Modern Warfare
যে গেম গুলোর কথা আমি লিখব তার সবই মোটামুটি পুরোনো। তার পরেও লেখা এই কারনে যে অনেকেই হয়ত আমার লেখা পরে গেম গুলো খেলে দেখতে চাইবেন। আমি মুলত শুটিং গেম খেলতে পছন্দ করি। তাই যে গেম গুলো নিয়ে লিখব তার সবই মোটামুটি শুটিং গেম। পছন্দ অনুযায়ী লিস্ট করলে আমার খেলা গেম গুলোর তালিকা অনেক বড় হয়ে যাবে। তাই বিস্তারিত লেখার সময় পছন্দ অনুযায়ী লিস্ট অনুসারে লিখব। আজকের গেম Call of Duty : Modern Warfare 2.
Call of Duty : Modern Warfare 2
এইটা আমার পছন্দের তালিকায় ২য়। অনেকে আছেন যারা একটু Realistic ধরনের গেম যেমন- Medal of Honor, Battlefield ইত্যাদি বেশি পছন্দ করেন। এগুলো আমিও পছন্দ করি কিন্তু Call of Duty খেলতেই বেশি ভাল লাগে। অনেক সময়ই Youtube, facebook এ দেখা যায় Call of Duty ভাল না Battlefield ভাল এটা নিয়ে ক্যাচাল হয়। যেই ধরনের ক্যাচাল প্রায়ই সামু তে দেখা যায়।
আগের গেম শেষ হওয়ার ৫ বছর পরের কাহিনী নিয়ে এইটা শুরু এবং বলার অপেক্ষা রাখে না এইটাও সম্পূর্ন কাল্পনিক।
চরিত্র মূলত ৭ জন। আমেরিকান প্রাইভেট এলেন, জেনারেল শেফার্ড, টাস্ক ফোর্স-১৪১ ক্যাপ্টেন সোপ,এজেন্ট রোচ,এজেন্ট নিকোলাই, রাশিয়ান সন্ত্রাশী ম্যাকারভ এবং অতি আবশ্যক চরিত্র ক্যাপ্টেন প্রাইস যিনি পরবর্তী তে টাস্ক ফোর্স-১৪১ এ যোগ দেন।
এই গেম এও আগের মত কাহিনী দুই ধারায় আগাতে থাকে। এক ধারায় আমেরিকান বাহিনীর হয়ে খেলতে হয়, অন্য ধারায় টাস্ক ফোর্স-১৪১ এর হয়ে খেলতে হয়।
গেম এর শুরু আফগানিস্থান এর একটা এলাকায় যুদ্ধ দিয়ে। এই যুদ্ধের পর আমেরিকান প্রাইভেট অ্যালেন, জেনারেল শেফার্ড এর আদেশে সি.আই.এ. তে যোগদান করে এবং "অ্যালেক্স" ছদ্মনামে ম্যাকারভ এর দলে ঢুকে পড়ে। ম্যাকারভ এবং তার দল কোন এক রাশিয়ান এয়ারপোর্টে যেয়ে এক জঘন্য হত্যাযজ্ঞ চালায় যার সাক্ষী হয় অ্যালেন। ম্যাকারভ পালানোর সময় "অ্যালেক্স"কে মেরে ফেলে এবং ঘটনাস্থলে রেখে যায় কারন সে আগে থেকেই অ্যালেক্সের পরিচয় জানত। পরে রাশিয়ানরা যখন অ্যালেক্সের পরিচয় উদ্ধার করে তখন তারা নিশ্চিত হয় যে এটা আমেরিকার কাজ, যেটা ম্যাকারভ দেখাতে চেয়েছিল। এরপর আবার আগের মত সেই ইদুর বিড়াল খেলা, অর্থাৎ ম্যাকারভকে ধরার চেষ্টা করা। এই কাজ করতে জেনারেল শেফার্ড টাস্ক ফোর্স-১৪১ কে ব্যাবহার করে। অন্যদিকে আমেরিকান হামলার বদলা হিসেবে রাশিয়ানরা আমেরিকা আক্রমন করে বসে। শেষ পর্যন্ত আমেরিকাকে দখল মুক্ত করা গেলো কিনা জানা না গেলেও ক্যাপ্টেন প্রাইস এবং সোপ জেনারেল শেফার্ডের চক্রান্ত ধরে ফেলে যা ধরতে না পারার কারনে টাস্ক ফোর্স-১৪১ এজেন্ট রোচ, ঘোস্ট কে প্রান দিতে হয়। ক্যাপ্টেন প্রাইস এবং সোপ পরে ম্যাকারভ এর সহায়তায় জেনারেল শেফার্ডকে হত্যা করে।
জেনারেল শেফার্ড
ম্যাকারভ
ঘোস্ট
ফাভেলা থেকে পলায়নরত টাস্ক ফোর্স-১৪১
ক্যাপ্টেন সোপের মারামারি
রাশিয়ান সোলজার
গুলাগ প্রিজন
গেমপ্লে অনেকটা আগের মত, গ্রাফিক্সও তাই। বেশ কয়েকটা মিশন আছে যা খেলতে গেলে আপনি পুরোপুরি কাহিনীর ভিতরে ঢুকে যাবেন। বিশেষ করে ফাভেলা’র ভিতর আলহান্দ্রো রোহা’স নামক অস্ত্র ব্যাবসায়ীকে ধরা এবং ফাভেলা থেকে পালানো।
আগের গেম এর সাথে মোটামুটি সব অস্ত্রই কমন। তবে এখানে কিছু নতুন অস্ত্রও আছে। কমন অস্ত্র হল একে-৪৭, এম৪এ১ রাইফেল, আগ-স্টেয়ার, ফামাস, এমপি৫, ইউজি, আরপিজি ইত্যাদি।
মোটামুটি লো কনফিগারেশনেও খেলা যাবে। তবে গ্রাফিক্স কার্ড পিক্সেল শ্রেডার ৩ সাপোর্টেড হতে হবে। আর র্যাম ২ জিবি। প্রসেসর ডুয়াল কোর।
ডাউনলোড লিন্ক
মিডিয়াফায়ার লিঙ্ক