যে গেম গুলোর কথা আমি লিখব তার সবই মোটামুটি পুরোনো। তার পরেও লেখা এই কারনে যে অনেকেই হয়ত আমার লেখা পড়ে গেম গুলো খেলে দেখতে চাইবেন। আমি মুলত শুটিং গেম খেলতে পছন্দ করি। তাই যে গেম গুলো নিয়ে লিখব তার সবই মোটামুটি শুটিং গেম। পছন্দ অনুযায়ী লিস্ট করলে আমার খেলা গেম গুলোর তালিকা অনেক বড় হয়ে যাবে। তাই বিস্তারিত লেখার সময় পছন্দ অনুযায়ী লিস্ট অনুসারে লিখব।
Call of Duty 4: Modern Warfare
Call of Duty সিরিজ আমার সব থেকে পছন্দের। আমার মনে হয় না গেম খেলেন অথচ এই সিরিজ় এর নাম শোনেন নাই এমন কেউ আছে। আর এই সিরিজের মধ্যে আমার কাছে সব থেকে পছন্দ হল Call of Duty 4: Modern Warfare গেমটি। বেশি ভাল লেগেছে Arcade Mood এ খেলা।
সিরিজের পূর্ববর্তী গেম গুলোর তুলনায় এটা পুরোপুরি ভিন্ন ধরনের গেম। আগের গেমগুলো ছিল ২য় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে, সেইখানে এই গেম এর কাহিনী পুরোটাই কাল্পনিক হলেও যথেষ্ট বাস্তব সম্মত।
গেমের কাহিনীর চরিত্র মূলত ৫ জন। ক্যাপ্টেন প্রাইস, লেফট. সোপ, রাশিয়ান এজেন্ট নিকোলাই, আমেরিকান সার্জেন্ট পল জ্যাক্সন এবং ভিলেন রাশিয়ার আল্ট্রা-ন্যাশনালিস্ট পার্টির প্রধান ইমরান যাকায়েভ। গেমের সব মিশন আবার তিন ভাগে ভাগ করা হয়েছে।
কাহিনী শুরু হয় মধ্যপ্রাচ্যের কোন এক দেশের বিদ্রোহীদের হাতে প্রেসিডেন্ট আল-ফেলানী এর নিহত হওয়া নিয়ে। কাহিনী একই সাথে দুই ধারায় চলতে থাকে। এক ধারায় থাকে সাস এজেন্ট ক্যাপ্টেন প্রাইস, লেফট. সোপ এর রাশিয়ার অভ্যন্তরে চলা বিভিন্ন গোপন অপারেশন। আরেক ধারায় চলে মধ্যপ্রাচ্যে আমেরিকান মেরিনদের সাথে বিদ্রোহীদের যুদ্ধ। উভয় অভিযানের মূল উদ্দেশ্য থাকে বিদ্রোহীদের নেতাকে ধরা। এর মাঝেই বিদ্রোহিদের নেতা সাস এজেন্টদের এক অভিযানে আযারবাইজান এ ধরা পরে। তার কাছে আসা এক ফোনকলে জানা যায় প্রেসিডেন্ট হত্যার ঘটনায় ইমরান যাকায়েভ এর জড়িত থাকার কথা। অপরপক্ষে বিদ্রোহিদের নেতার খোজ এ অভিযানরত আমেরিকান মেরিন সেনারা এক ভয়াবহ পারমানবিক বোমার আঘাতে আক্রান্ত হয়। পরবর্তীতে ইমরান যাকায়েভ এর ছেলেকে ধরার সাস-মেরিন বাহিনীর যৌথ অভিযান শুরু হয়। শেষ পর্যন্ত ইমরান যাকায়েভকে ধরা গেলেও এর মুল্য হিসাবে ক্যাপ্টেন প্রাইস, লেফট. সোপ ছাড়া দলের আর সবাই মারা যায়। একদম শেষে লেফট. সোপ ইমরান যাকায়েভকে হত্যা করে। মোটামুটি এই হল কাহিনী।
ক্যাপ্টেন প্রাইস
ইমরান যাকায়েভ
মধ্যপ্রাচ্য অভিযানে মেরিন সেনা
আরপিজি হাতে রাশিয়ান আল্ট্রা-ন্যাশনালিস্ট পার্টির যোদ্ধা
প্রিপিয়াত এর মিশন এ ক্যাপ্টেন ম্যাকমিলান
বিদ্রোহী নেতা
গেম প্লের কথা বলার কিছু নাই। যারা খেলেছেন তারা তো জানেন ই আর যারা খেলেন নাই তারা খেললে বুঝবেন। প্রায় প্রতি টা মিশন ই এক কথায় দূর্দান্ত। বিশেষ করে প্রিপিয়াত এ ক্যাপ্টেন ম্যাক্মিলান আর তৎকালীন লেফট. প্রাইস এর গোপন মিশন।
সিরিজের আগের গেমগুলোর সাথে এই গেম অস্ত্র-সস্ত্রের কোন মিল থাকা টাই অস্বাভাবিক। সব থেকে কমন অস্ত্র হল একে-৪৭, এম৪এ১ রাইফেল, আরপিজি ইত্যাদি। তবে আমার পছন্দ এম৪এ১ রাইফেল।
মোটামুটি কম কনফিগারেশনেও খেলা যাবে। তবে গ্রাফিক্স কার্ড পিক্সেল শ্রেডার ৩ সাপোর্টেড হতে হবে। আর র্যাম ২ জিবি। প্রসেসর ডুয়াল কোর।
মিডিয়াফায়ার লিঙ্ক-
৩ জি বি লিঙ্ক
৭ জি বি লিঙ্ক
৭ জি বি লিঙ্ক
তবে ইচ্ছা টরেন্ট করলে ব্যাবহার করতে পারেন। আমি এইটা ডাউনলোড করেছিলাম। ৭ জিবির গেম মাত্র ৩জিবি তে আছে।