দীর্ঘদিন যাবত দেখছি, লেখা কপি করে ফেসবুক/অন্য জায়গায় কিংবা খোদ সামুতেই পেস্ট করে কিছু লোক নিজেদের মুখোজ্জল করতে চায়। এদের কাউকে কাউকে দেখা যায় কপি করা লেখা নিয়ে চ্যালেঞ্জও করে বসে।
অনেক সময় মূল লেখকের ক্রেডিট হারিয়ে যায় কারণ আসল লেখক হয়ত তেমন পরিচিত নন অথবা উনার ট্রাফিক কম। আর কপিবাজদের (যেহেতু ভাল লেখা কপি করে) পঠিত/লাইক/কমেন্ট থাকে বেশি, তাই পাঠক/সাধারণ মানুষরা বিভ্রান্তিতে পড়ে যায় যে, কে আসল লেখক।
অনেক সময় লেখাচোর ধরা পড়ে। অথচ কি হয়? একা একজন লেখক কিছুই করতে পারেন না। শেষমেষ যেই লাউ সেই কদু। কপিবাজ তার কাজ চালিয়ে যেতে থাকে আর লেখক নিজেই অনেকটা হতাশ হয়ে পড়েন।
এই বিষয়ে আমি একটি সমাধান হাজির করেছি। সেটা হলো গ্রুপ করে একসাথে রিপোর্ট ও কমেন্ট করে, রিপ্লাই দিয়ে লেখাচোরকে শায়েস্তা করা। স্বেচ্ছায় আপনারা যারা যারা এদের বিরুদ্ধে কাজ করতে চান তাদের এক প্লাটফর্মে না আসলে এটা হবে না। তাহলে আসুন, আমরা এদের বিরুদ্ধে খড়গ নিয়ে মাঠে নামি! ফেসবুকে একটি গ্রুপ খোলা হয়েছে যেটার কার্জক্রম/নিয়ম এখানে উল্লেখ করা হলো।
১। সপ্তাহে ১ দিন/ মাসে চারদিন সবাইকে একটি ইভেন্টে অংশ নিতে হবে। ইভেন্টে কয়েকজন লেখাচোরের আইডি ও পোস্টের লিংক থাকবে। তাদের আইডি ও লেখার উপর আমরা রিপোর্ট করব। পোস্টে সাধারণ মানুষের কমেন্টে রিপ্লাই দিয়ে বলব যে এই লোক একজন চোর। সে অন্যের লেখা চুরি করে নিজে সেলিব্রেটি হতে চায়....
২। লেখাচোর আপনি সনাক্ত করলে প্রথমেই সেটা নিয়ে নিশ্চিত হবেন, যে এটা আসলে কার লিখা।
৩। যদি লেখাচোর নিশ্চিত হোন তাহলে তার আরো কিছু কপিকৃত পোস্ট ও সংশ্লিষ্ট প্রমাণ নিয়ে একটা ডক লিখুন। অথবা ব্লগে কিংবা ফেসবুকে নোট করে নিতে পারেন। এরপর সেটা এখানে পোস্ট করবেন।
৪। এডমিন ইভেন্ট খুলবে নির্দিষ্ট কিছু লেখা/আইডির ওপর মাইর দেবার জন্য। সাপ্তাহিক ইভেন্টে অন্তত কয়েকমিনিট সময় দিতে হবে।
৫। এইভাবে চামে চামে গদাম দিয়ে কিছু কপিবাজদের আমরা আটকাতে পারবই!!
গ্রুপের লিংক- ফেসবুক/groups/Lekhachor.Pitai
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬