সমুদ্দুরের তীরে একবার হাটতে হাটতে আমি দিগন্তের ওপারে হারিয়ে গিয়েছিলাম!
পাশে থাকা বন্ধু দুর্জয়, চাঁদনী, সুবির, শান্ত সবাই হয়তো তখন আমাকে খুঁজছিলো!!
কিন্তু আমি হারিয়ে গিয়েছিলাম অন্য কোথাও!
দেখি এক তাগড়া জোয়ান আকাশের চাঁদটা খসানোর জন্য কসরত করছে মেঘমালার সাথে,
বাতাসের সাথে, টুকরো টুকরো গ্রহাণুর সাথে আর চাঁদের বুড়ির জাদুর সাথে।
সে পারেনি!
আমি দৃপ্তপায়ে এগিয়ে গেলাম, দেখলাম, ছিনিয়ে আনলাম!!
আহাঃ কি দারুণ ব্যাপার!! দেখো!!
আমি আকাশের চাঁদ পেয়েছি!!
কুড়িয়ে পাওয়া বললেও বাড়িয়ে বলা হবে না!
কিন্তু এটা আমি পেয়েছি!!!
এই চাঁদকে নিয়ে কত শত উপাখ্যান-ই না হয়েছিল,
কত শত বাচ্চারা একে নিয়ে স্বপ্ন দেখেছিল!!
গালভরা বুলির জন্য চাঁদ ছিল!
চাঁদ ছিল সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বাসযোগ্য উৎস!!
কিন্তু একি?
ধুলি? বালি? কলংক???
এই কি তবে চাঁদ??
চাঁদ??
তুমি এত বড় প্রতারক?
তোমার সৌন্দর্য নিয়ে মর্ত্যবাসীরা হিংসে করে আর তুমি?
এত কদর্য!!
ছিঃ
এই চাঁদকে রেখে কি করবো?
কি করবো আমি??
ছুঁড়ে শুন্যে ফিরিয়ে দিলাম!
কি অবস্তু একটা!!
এর চেয়ে আমার হাতের কাছের জবাফুলই বেশ!
অনেক সুন্দর! অনেক!!
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৯