✑ অনলাইন = ইশলাইন > ইলাইন/অনলাইন/ইশ্ত/ইশতান/
✑ ইন্টারনেট = ই/ইগতার/ইস্তা/ইশতা/অান্তর্জাল/আবজাল
✑ ওয়েব = -?
✑ ওয়েবসাইট = -?
✑ ওয়েবপেজ = ইপাতা/ -?
✑ মেইলিং =
✑ ব্লগিং = ইখতারি/বলগানো
✑ আপলোড = উপানো/ উলানো/ উলাইছে/ উলান(উপরে উঠানো, উপরে তুলা, উপরে রাখা)
✑ ডাউনলোড = নিপানো/নিলান/গিলান/নুমানো/নামানো(নিচে পোঁতা, রাখা, নিংড়ানো)
✑ অনলাইন কাজ/কম্পিউটিং = ইশতারি
✑ প্রোগ্রাম = ?
✑ প্রোগ্রামিং = ?
✑ প্রোগ্রামার = ?
✑ কোডিং = ?
✑ কোড = ?
✑ কোডার = ?
✑ লুপ = -?
✑ লুপিং = -?
✑ লাইক = ?
✑ ফলো =?
✑ ডিসলাইক =?
✑ আনলাইক =?
✑ রিপ্লাই =? (প্রতিমন্তব্য/প্রতব্য/প্রন্তব্য)
✑ মেনশন = ? (উল্লেখ)
✑ ট্যাগ/ট্যাগিং/ট্যাগেড = ?
✑ সার্চ = খোঁজা/অনুসন্ধান/ইশিয়ারি/ইশরানো
✑ সেন্ড = পাঠানো/পাঠান
✑ পোস্ট = ?
(এমন একটি অর্থপুর্ণ শব্দ হবে যেটি একটি পোস্টের অর্থ ধারণ করবে)
✑ প্রিভিউ = ?
(এমন একটি অর্থপুর্ণ শব্দ হবে যেটি একটি পোস্টের প্রিভিউ অর্থবোধক হবে।)
✑ সাবমিট = সম্পন্ন
✑ আপডেট = অবযোগ/অবধায়ন/অবানো/অবান
✑ ফোন = ফোন
✑ মোবাইল = মুঠোফোন
✑ সিম = সংযোগ
✑ স্মার্টফোন = ইসকর/ই
✑ সানগ্লাস = রুশমা/রুশি/রোদচশমা
উপরে যে সব বাংলাকরণ করা হয়েছে তার মধ্যে ৯৫% ভাগই আমার মষ্তিষ্ক উদ্ভুত। এটি এজন্য করা হল যাতে, আমরা ইংরেজি শব্দের গ্রাস থেকে যারা বাঁচতে চাই তাঁরা ধীরে ধীরে এটির প্রচলন শুরু করতে পারি। লাগুক বছর কয়েক, আমরা ধীরে ধীরে সমৃদ্ধ-স্বনির্ভর জাতি হয়ে উঠতে হলে ভাষাগত সমৃদ্ধিকরণ অন্যতম গুরুত্বপুর্ণ একটি বিষয়।
বাংলা ভাষা অন্যতম সমৃদ্ধ ভাষা হলেও আমাদের হেলা ফেলা ও কৃত্রিম/অশোভন স্মার্টনেসের চক্করে পড়ে তরুণ-আধুনিক সমাজ নিজেদের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ছে। বাংলিশ-বাংরেজি ভাষার খপ্পর থেকে বের হওয়া সহজ নয়। তবে চেষ্টা করতে দোষ কি?
আমি যে সমস্ত বাংলা ভাষার শব্দ উত্থাপন করছি সেগুলো ব্যবহারিক সুবিধাজনক বিবেচনা করে অর্থপুর্ণতার দিকে খেয়াল রেখেছি। আপনাদের মতামত অনুসারে পরিবর্তন/পরিবর্ধন হবে। তাই, শুরু করুন আপনার মত দিয়ে।
যে সকল শব্দের শেষে ?(প্রশ্নবোধক) চিহ্ণ রাখা হয়েছে, সেগুলোর বেলায় আমি সিদ্ধান্ত নিতে পারি নি। আপনাদের পরামর্শের জন্য রাখা হলো।
✑ বাংলা ভাষার বহুল ব্যবহারে আর কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে?
✑ আর কি কি শব্দের বাংলাকরণ করা উচিত?(আপনার মনে যা আসবে তা-ই বলবেন)
✑ এখানে কি কি শব্দের বাংলাকরণ যুৎসই হয় নাই? (বলেন।)
✑ কোনটা কোনটার বেলায় আপনার মত আছে? (মন্তব্যে বলুন)
✑ বাংলা করণ যেটা আমার এই প্রচেষ্টা, এটা কি আপনার কাছে বাড়াবাড়ি/অপাংক্তেয় মনে হচ্ছে? (সাফ সাফ বলে ফেলুন)
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮