আমি অসাধারণ একটি পোস্ট পড়েছিলাম। আমাদেরই স্বনামধন্য একজন ব্লগার লিখেছিলেন। ঐ পোস্টের চুম্বক অংশ তুলে ধরে ধরছি-
"ব্লগ প্রসঙ্গ দিয়ে উপসংহার টানতে চাই। এখানে লিখে আপনি যতটা না পরিচিতি পাবেন, লেখাতে তাল দিয়ে তার থেকে বেশি পরিচিতি লাভ করবেন। আপুনি ভাইয়ু বলে ত্যানা ব্যানা লিখেন, আপনার মতো সামাজিক জীব ব্লগে আর একজনও নেই। তাল না দিয়ে, অন্যের ছিদ্রান্বেষ না করে লেখার আনন্দে লিখে যান। সেটাই হোক মূল লক্ষ্য। পাঠকপ্রিয় লেখা মানেই যে সেটা ভালো মানের লেখা সেটা জোর দিয়ে বলতে পারছি না। আমার কাছে ভালো লেখা সেটাই যেটা লিখে আপনি নিজে আনন্দ পেয়েছেন। হ্যাপি ব্লগিং!!
আপনাকে টিকে থাকতে হলে তাল জনতা’র দলে নাম লেখাতে হবে। ভুলেও সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করবেন না। তাল না দেন অন্তত চুপ করে থাকুন, বোবার কোন শত্রু নাই। এক্কেবারে কেঁচে যাবে গুরু !!"
->->->->->
স্বনামধন্য ঐ ব্লগার খুব ভালই লিখেছেন। আমি উনার পোস্টে নিম্নের কমেন্ট করেছিলাম। কিন্তু আমি এই পোস্ট দিচ্ছি কেবল এই কারণে যে, আমার কি দোষ ছিল? আমার ঐ কমেন্টটা উনি কি জন্য ডিলিট করলেন? এটা ডিলিট করার যৌক্তকতা কোথায় আমাকে দেখিয়ে দেওয়ার জন্য এই পোস্ট।
কমেন্টঃ
-----------------------------------------------------------------------------------------------------------------------------
এককথায় বলতে গেল অনবদ্য অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!!
আমি তো মুগ্ধ!! এ যেন ভরদুপুরে কালো মেঘের আড়াল থেকে পলায়ন করে সুর্যের সম্মুখে আগমনের ঘটনা।
সেই শেক্সপিয়র, জর্জ বার্নার্ড শো, রিচার্ড ক্রাশো, জিওফ্রি চসার, জর্জ এলিয়ট, (ফ্রিম্যাসনারি) পিয়েরে সুদেহালু, ভিক্টর হুগো থেকে শুরু করে লুইপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ, শবরপাদ, প্রমথ চৌধুরী, সৈয়দ মুজতবা আলী, আব্দুস ছাত্তার, আবদুল গাফফার চৌধুরী, আবদুল মান্নান সৈয়দ, আবুল ফজল, আবু সয়ীদ আইয়ুব, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবিন্দ্রনাথ ঠাকুর পরবর্তী যুগে এমন চমৎকার চমৎকার লেখা চোখে পড়েনি। বিশ্বাস করেন নন্দিনী।
উপরোক্ত সাহিত্যিকগণের লেখাসমুহ পাঠ্যপুস্তকে ছিল এবং পরে আমার নিজ আগ্রহে পড়া বিধায় তাদের কথা মনে আছে। আরো নাম উল্লেখ করার ইচ্ছে ছিল কিন্তু আমার স্মৃতিশক্তি দুর্বল বিধায় আর মনে পড়ল না।
আপনার এ লেখা পড়ে আমি আপনার সৃষ্টিকর্মের নিদারুণ ভক্ত হয়ে পড়েছি। আমার মনে হচ্ছে বিশাল বিশাল অন্যায় করা হচ্ছে আপনার ওপর। আপনাকে কেন স্বাধীনতা পদক কিংবা একুশে পদক দেয়া হয়নি কেন তাতে বিস্ময়ে আমার উভয় চক্ষু বিস্ফোরিত।
এত নিপুণ শব্দচয়ন, ক্ষুরধার যুক্তি, আত্মসম্মানবোধের বহিঃপ্রকাশ খুব বিরল। আমি যদি পারতাম তবে এ পোস্টটি স্টিকি করে মাসের পর মাস ঝুলিয়ে রেখে দিতাম। যাতে কেউ-ই মিস না করতে পারে। বরং পারলে বারবার সে পড়তে বাধ্য হয়। নান্দনিক!, আপনার এ উজ্জল প্রতিভার সফলতা আমি অমাবস্যা রাতের পুর্ণিমায় চাঁদের মতো উজ্জল দেখতে পাচ্ছি।
এত ভদ্র ও সম্মানজনক আচরণ এ ব্লগে আমি আর কারো কাছেই দেখিনি। আপনি আমাদের সামুর গর্ব করার মতো একজন নিবেদিতপ্রাণ ব্লগার। জীবন্ত কীংবদন্তী। তাও কম বলা হলো। শুধু সামু কেন, দেশবাসীর জন্য এমনকি বাংলা ভাষাভাষী যত মানুষ এ পৃথিবীতে আছে আপনার এ লেখা পড়া উচিত। জানেন? দুঃখে আমার দু চোখ থেকে টেঁউ টেঁউ করে লবণাক্ত পানি বেরুচ্ছে। এর কারণ কি জানেন?
একমাত্র কারণ আমার অক্ষমতা। আমি পারছি না আপনার এ লেখাটি সব পাঠকের নিকট পৌঁছে দিতে।
আহাঃ কি দুঃখ আজ আকাশে বাতাসে.....
আপনার মতো শক্তিশালী যুক্তি আর কেউ দেখিয়েছেন ও কথায় কনফ্লিক্ট না রেখে কথা বলেছেন সেরকম মানুষ বিরল।
মহামতি বুদ্ধ অহিংসা প্রচার করে গেছেন। আমার মনে হয় আপনি উনার অহিংসা নীতি খুব খুব ভাল গ্রহণ করতে পেরেছেন।
স্যালুট! স্যালুট!! আপনাকে।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
সামুর আপামর ব্লগ জনতার কাছে আমি বিচার চাই। কেন। কেন তিনি আমার এই কমেন্টটি ডিলিট করলেন??
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০