আজ শায়মা আপুর পোস্টে সিকান্দার বক্স নামীয় একটি নিক অশ্লীল ও কূরুচিপূর্ণ ফটো কমেন্ট ফ্লাডিং করেছে যেটা সিনিয়র ও অধূনা ব্লগারদের অনেকেরই চোখে পড়েছে।
মাল্টি নিক নেয়াটা ব্যক্তিগতভাবে খারাপ কাজ হিসেবে দেখি না। কিন্তু আজ যা দেখলাম, সেটা ব্লগে আমার দেখা মাত্র ৬ মাসের মধ্যে সর্বোচ্চ অসভ্যতা ও নোংড়ামীর বহিঃপ্রকাশ।
জনমদাসী নিকধারী কে? তিনি ব্লগে আসার পর অনেকেই আবাল হিসেবে বিনোদন নিচ্ছিল। এক পর্যায়ে উনি বিদায়ী পোস্ট দেন যাতে স্বয়ং ব্লগকর্ত্রী জানা আপু নিজে উনাকে ফিরে আসতে বলেন।
তিনি ফিরেও আসেন। অথচ আসার পর উনি ব্লগারদের ট্রল বুঝতে না পেরে মনে করতে থাকেন তিনি কিছু একটা হয়ে গেছেন। অন্য সাধারণ ব্লগারদের সাথে উদ্ভট ও অযৌক্তিকভাবে উনার আচরণ শুরু করেন। সিনিয়র ব্লগারদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটে।
ব্যক্তিগতভাবে আমি চাই যে উনি স্বাভাবিক ব্লগিং করুন। যাইহোক, পরে যেটা হয়, ব্লগাররা মাল্টি নিয়ে উনার ওপর ঝাঁপিয়ে পড়ে। আর উনি চলে(!) যাওয়ার পর আসে সিকান্দার বক্স নিকধারী একটি কালপ্রিট।
সামুর কাছে আমার নিবেদন থাকবে-
মাল্টিনিকের ফ্লাডিং প্রতিকারে ব্রাউজার কুকি/ইন্টারনাল জেএসঅন স্টোরেজ/ডাটাবেজ স্ট্রাট্যাজি/আইপি ফিল্টার সিস্টেম করে কমেন্ট পারমিশনের বিকল্প নেই। অথবা ম্যানুয়ালি করতে পারেন।
একটি পিসি/ব্রাউজার ডিটেকশ স্ট্রাটিজি রেখে ইউজার আইপি/কম্পিউটারকে ব্লাকলিস্টে আনেন। এরপর আইপি/সিস্টেম ফিল্টারিং করে পারমিশন দেন।
(দ্রষ্টব্যঃ এটি সাময়িক পোস্ট হিসেবে অবতারণা করলেও রেখে দিতে হচ্ছে)
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০