২০১৫ সাল শেষ। চলছে ২০১৬। এরি মধ্যে ১ম মাসের শেষদিনগুলোও চলে যাচ্ছে অনেকটা তাড়াহুড়ো করেই। অনেক প্লান করে রেখেছিলাম ১-৫ জানুয়ারী'র মধ্যে এই পোস্টটি করব। বিভিন্ন কারণেই আমি সে পরিকল্পনা মত কাজ করতে পারি নি। যাইহোক শেষমেশ জানুয়ারী মাসেই পোস্টটা প্রকাশ করতে পারলাম।
অত্যন্ত দুঃখজনক বিষয়, কিছু পোস্ট বাদ পড়েছে সব যোগ্যতা থাকা সত্যেও। ঐ পোস্টসমুহে গিয়ে পাওয়া যায় নি, ডিলিট/ড্রাফট করা। সংগত কারণেই বাদ দিতে হয়েছে। সম্মানিত ব্লগারবৃন্দ, আসুন জেনে নিই গেমু পোস্ট র্যাংকিংয়ে কি কি মাপকাঠি ব্যবহার করা হয়েছে।
১। বিষয়ের গুরুত্বঃ
বাংলাদেশের জাতীয় জীবন, ব্লগিং জগতে লেখাটির চাহিদা, অনন্যতা, স্বকীয়তা, লেখায় পরিমিতিবোধ, অন্য ব্লগারদের অণুপ্রাণিত করার ক্ষেত্রে লেখাটি কি ভূমিকা পালন করে। মোটামুটি এইসবই।
বিষয়ের দুস্প্রাপ্যতাকে সাধারণত বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
২। তথ্যঃ
পোস্টে কি তথ্য ব্যবহার করা হয়েছে। ঐটার গ্রহণযোগ্যতা। তথ্যের আকার তথা পরিমাণ।
৩। ব্লগোস্ফিয়ার, ব্লগিয় মিথস্ক্রিয়া, ব্লগারদের কাছে গুরুত্বঃ
একটি লেখা কতটুকু পরিমাণ গুরুত্ব পেলে আপনি এটাকে লাইক করেন? অথবা প্রিয়তে নিয়ে রাখেন? প্রিয়তে রাখাটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এরপর লাইক ও কমেন্ট।
৪। ব্লগারদের অংশগ্রহণঃ
কমেন্টের সংখ্যা যেকোন পোস্টে ব্লগারদের অংশগ্রহণের ব্যাপারে ধারণা দেয়। আর নিয়মিত যিনি পোস্ট পড়েন উনার কাছে সেইসব পোস্টে ব্লগারদের অংশগ্রহণ সম্পর্কে ভাল ধারণা রাখেন।
৫। পাঠকঃ
পাঠকসংখ্যা তথা কতবার পঠিত হয়েছে সেই বিষয়টাকে ক্রমানুসারে একটু পেছনেই রাখা হয়েছে মানসম্পন্ন পোস্টের সংখ্যা বেশি থাকার উদ্দেশ্যে।
অ্যালগরিদমটি মোটামুটি এইরকম-
পোস্টের মান নিয়ে একটি পুর্ণসংখ্যা তথা পোস্টটির মান + {ঐ মান অনুসারে কত পঠিত হওয়া উচিত ছিল(ভ্যালু) আর কত হয়েছে} + লাইক*৩ + কমেন্ট*২ + প্রিয়সংখ্যা*৫ + পঠিত সংখ্যা = স্কোর
তাহলে আর দেরি না করে আসুন দেখে নিই সেরা ১০১ পোস্ট কি কি?
☆☆ ১. "তাস খেলার ইতিহাস এবং তৎসংশ্লিষ্ট কিছু মজার ম্যাজিক"
ইনডোর গেম গুলোর মধ্যে বিশ্ব জোড়া জনপ্রিয় একটি খেলা হলো তাস। পৃথিবীর প্রায় সব দেশের মানুষই অন্ততপক্ষে তাস খেলা না জানলেও প্রায় সবাই তাস দেখেছেন বা এর নাম শুনেছেন। ভার্সিটিতে পড়েছেন অথচ খেলাচ্ছলে জীবনে কখনো তাস হতে নেননি এমন মানুষ বিরল। তাস মোট চার ভাগে বিভক্ত। সেগুলো হলোঃ ইস্কাপন, হরতন, রইতন এবং চিড়তন। আমরা সবাই হয়তো কম-বেশি এই নাম গুলোর সাথে পারিচিত। কিন্তু আমরা কি এই নাম গুলোর ইতিহাস কেউ জানি?
লিখেছেনঃ সাহসী সন্তান
১৬৩৯৩৮ বার পঠিত, প্রিয়তে ৪০ বার, লাইক ৩২ জন, মন্তব্য সংখ্যাঃ ৮৪টি
স্কোর- ২৫৬৩
বলে রাখা ভাল। প্রতিষ্ঠার পর থেকে সামুতে প্রকাশিত সবগুলো পোস্টের মধ্যে এই পোস্টটি সর্বাধিক বার পঠিত হয়েছে। সাসভাই নিঃসন্দেহে এজন্য খুশিতে টইটুম্বুর। হাঃ হাঃ হাঃ
☆☆ ২. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীতের নানা পর্যায়
একটু বড় হবার পর জেনেছি রবীঠাকুর গান লিখেছিলেন অগুনিত। হয়তবা তিনি সেসব লিখেছিলেন জীবনের নানা ক্ষনে, নানা অনুভুতিতে কিংবা নানা উদ্দেশ্যেই। সেসব গানগুলি নানা পর্যায়ে বিভক্ত করা হয়েছে- পূজা, প্রেম, প্রকৃতি ও বিচিত্র বা বিবিধ! এছাড়াও রবিঠাকুর লিখেছেন কবিতা, ছোটগল্প ও গীতি নৃত্যনাটিকা। কবিগুরু সকল সৃষ্টিই অমূল্য কিন্তু গানগুলি যেন আমাদের প্রাণ বা প্রানের সত্বা, বেঁচে থাকার অনুপ্রেরণা।
লিখেছেনঃ শায়মা
২৫৯৯ বার পঠিত, প্রিয়তে ১৯ বার, লাইক ২৭, মন্তব্য সংখ্যাঃ ৩৫৬টি
স্কোর- ২৫০৩
সামুতে নতুন কয়েকজন ব্লগার ছাড়া কেউই এই আপুনীটাকে না চেনার কথা না। উনি হলেন এককথায় ব্লগের রাণী। হাঃ হাঃ হাঃ
☆☆ ৩. ♣ শততম পোস্ট ! অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣
নিজের অনেকখানি সময় এবং শ্রম দিয়ে লেখক ব্লগারদের বইগুলোকে সামুতে পাঠকের কাছে তুলে ধরছেন ব্লগের মহারথি পনি আপু। উনার কি পরিমাণ শ্রম দিতে হয়েছে পোস্টে একবার গেলেই টের পাবেন।
লিখেছেনঃ আরজুপনি
৫৫১৪ বার পঠিত, প্রিয়তে ২৪ বার, লাইক ৪৪, মন্তব্য সংখ্যাঃ ৫৬৪টি
স্কোর- ২৩৬৩
☆☆ ৪. হামা ভাইয়ের ব্লগরব্লগর
"আমি গুন্ডা, আমি রবিনহুড। আমাকে ব্যান করা হয়েছে দেড় শত বার, ব্যান হবো হাজার বার, তবু আমি গুন্ডামি করবো। যেমন কুকুর তেমন মুগুর হওয়া উচিত। আপনারা সুশীল থাকেন, ব্লগের একই পাতায় শুকুরের বিষ্টার সাথে আপনাদের জ্ঞান গর্ভ আলোচনা, সাহিত্য, আমি সেই বিষ্টা পরিষ্কার করব। আপনি আমাকে ইরিটেটিং গুন্ডা বলুন কোন আপত্তি নেই, আমি বরং জানব যে শুকুরের বিষ্টার সাথে মানুষের খাদ্যের পার্থক্য আপনি ভুলে গেছেন, আর আপনাকে মনে করিয়ে দিয়ে আমি উপকার করছি। আপনার কৃতজ্ঞতা আমার দরকার নেই, বরং আপনাকে যে আমি শুকুরের বিষ্ঠা থেকে পরিষ্কার করেছি সেই আমার আত্মপ্রসাদ।"
লিখেছেনঃ হাসান মাহবুব
☞ পর্ব-১
☞ পর্ব-২
☞ পর্ব-৩
৫৬০০ বার পঠিত, প্রিয়তে ২৯, ১৯, ৮ বার, লাইক ৭২, ৪৩, ২৬, মন্তব্য সংখ্যাঃ ৩৯২, ২৪৪, ১৩৪টি, স্কোর ২০২১
☆☆ ৫.এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ
তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবনা
কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিবনা
নিশ্চল নিশ্চুপ
আপনার মনে পুঁড়িব একাকী
গন্ধ বিঁধুর ধুপ।
লিখেছেনঃ শায়মা
৬৯৭৬ বার পঠিত, প্রিয়তে ২৬ বার, লাইক ৪৮, মন্তব্য সংখ্যাঃ ১০৯২টি, স্কোর ২০২০
রেটিং পয়েন্ট-
এটা সেই পোস্ট, যা সামুতে এক নবজাগরণ সৃষ্টি করেছিল। সামুর সক্রিয় ব্লগাররা এই পোস্টের মাধ্যমে চিনে নিয়েছিল কিছু নিউ জিনিয়াসদের। আমি নিজেও ঐ জায়গায় কিভাবে যেন ঠাঁই করে নিয়েছিলাম। আর আপুনী আমাকে মনে রেখেছে দেখে ঐদিন এত ইনস্পয়ার্ড হইছিলাম যে....সামুকে আর ছাড়তে পারার কোন চিন্তাই করতে পারি নাই।
নিজের ঢোল পিটানো দেখলে মাইন্ড খাবেন না কিন্তু।
☆☆ ৬. ফিরে দেখা সামহ্য়্যারইন ব্লগ- সালতামামি ২০১৫
নানা অর্জন ও বিসর্জন, প্রাপ্তি ও অপ্রাপ্তির মিশ্র ইতিহাস রেখে চলে গেল ২০১৫। যাই হোক সকল অপ্রাপ্তির হিসেব শিকোয় তুলে রেখে চলুন দেখে নেই ২০১৫ সালে কেমন ছিল আমাদের প্রিয় ভার্চুয়াল জগৎ সামহয়্যারইন ব্লগ।
রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, কবিতা, গল্প, রম্য, ভ্রমণকথা, ছবি ব্লগ, আঁকিবুকি, হৃদকথন সব মিলিয়ে ২০১৫ সাল নতুন পুরাতন ব্লগারদের পদচারণায় মুখরিত ছিল সামুর বর্ণিল ভুবন। ২০১৪ সালের গোড়ার দিকে কর্মব্যস্ততা ও নানা কারণে অভিমানী কিংবা অনিবার্য শীত ঘুমে চলে যাওয়া অনেক তুখোড় ব্লগার আবার ফিরে এসেছন স্বরূপে।
লিখেছেনঃ নেক্সাস
২৪৫২ বার পঠিত, প্রিয়তে ৪ ৬বার, লাইক ৬২, মন্তব্য সংখ্যাঃ ২৪৪টি, স্কোর ১৭৬০
☆☆ ৭. হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবেনা- স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে গণহত্যা
হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবেনা
বড় বড় লোকেদের ভীড়ে, জ্ঞানী আর গুণীদের আসরে
তোমাদের কথা কেউ কবেনা।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবেনা।
না এই ঋণ শোধ হবার নয়। এই ঋণ শোধ করা যায় না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া বড় বড় বীরদের সাথে সাথে অগনিত নাম না জানা শহীদদের ঋণ কখনই শোধ হবার নয়। একাত্তরে বাংলাদেশের গ্রামে, গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে প্রাণ দিয়েছেন শত সহস্র শহীদ, লড়েছেন সবার অগোচরে। অকাতরে দেশমাতৃকাকে ভালোবেসে দিয়েছেন প্রাণ। কেউ তাদেরকে বলে দেয়নি, কেউ তাদেরকে প্ররোচিত করেনি যুদ্ধে অংশগ্রহণ করতে। স্ব-ইচ্ছায়, স্ব উদ্যোগে দেশের প্রতি ভালোবাসার তাগিদে বা দেশের প্রতি নিজ কর্তব্য পালনে অকুতভয় সেই সব সৈনিকদের কথা জানে ক'জনা
লিখেছেনঃ আমি ময়ূরাক্ষী
১১৯৩ বার পঠিত, প্রিয়তে ১৯ বার, লাইক ৩৪, মন্তব্য সংখ্যাঃ ১১৬টি, স্কোর ১৬৭১
☆☆ ৮. সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য)
সামু(somewhereinblog) বাংলা ভাষার সবচেয়ে বৃহৎ আন্তঃ সামাজিক আবজাল(নেটওয়ার্ক)। এটা আপনাকে সূযোগ করে দিচ্ছে নিজের প্রতিভা প্রদর্শনের। আপনার মষ্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার করে পোস্ট করুন, কমেন্ট করুন। অযথা কোন কমেন্ট করে নিজের সময়/সম্পদ বিনষ্ট করবেন না। কমেন্ট করলে ভাললাগা বা নিজের উপলদ্ধি থেকেই করুন। আপনি যে বিষয়ের প্রতি আগ্রহী সে বিষয় সম্পর্কেই কিছু লিখুন। আবার দিনরাত সামুতে পড়ে থাকলেও চলবে না।
লিখেছেনঃ গেম চেঞ্জার
১৯০০ বার পঠিত, প্রিয়তে ২২ বার, লাইক ৬৪, মন্তব্য সংখ্যাঃ ২৭২টি, স্কোর ১৬০০
☆☆ ৯. রিকি ফিচারিং- ফাইভ গ্রেটেস্ট স্টার সিরিজ
সিনেমা বা মুভি...কাল্পনিক জগতের ছান্দিক চিত্রায়নের বিকল্প নাম। কিন্তু এই কল্প পৃথিবীর গল্প বাস্তবতাকেও সুনিপুনভাবে তাদের নিজস্ব ধরণে তুলে ধরে কখনও কখনও সেটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে যায়। প্রথম পর্বে আলোচনা করেছিলাম, পাঁচজন অভিনেতার সব থেকে ভালো লাগা কিছু সিনেমা নিয়ে, যেখানে দ্বিতীয় পর্বে ছিল অভিনেত্রী। পর্বে যেগুলো চলচ্চিত্র থাকছে সেগুলোতে বিভিন্ন ঘরানার অন্ততপক্ষে একটা করে আলোচনা করার চেষ্টা করছি।
লিখেছেনঃ রিকি
৫০০০ বারের মতো পঠিত, প্রিয়তে ২০+ বার, লাইক ১৭, ১৩, ১২, ১০, ১৮, মন্তব্য সংখ্যাঃ ৫৪, ৬২, ৫০, ৮২, ১৪০, স্কোর ১৫৯০
☞ পর্ব-১
☞ পর্ব-২
☞ পর্ব-৩
☞ পর্ব-৪
☞ পর্ব-৫
পর্ব ৬ হলো ২০১৬ সালের। তাই দিচ্ছি না। আপনারা কষ্ট করেই পড়ুন।
☆☆ ১০. গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের গুণীজন সিরিজ
প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন সিরিজ টি ইতিমধ্যে ১০০ পর্ব অতিক্রম করেছে ।
অনেক পাঠক এই সিরিজের বিষয়ে আগ্রহী হয়েছেন , লাইক , কমেন্ট করে এগিয়ে নিতে উৎসাহ যুগিয়েছেন । সকলের প্রতি কৃতজ্ঞ ।
লিখেছেনঃ গিয়াস উদ্দিন লিটন
৫০ হাজারেরও বেশি বার পঠিত, প্রিয়তে শখানেক+ বার, লাইক অজস্র, মন্তব্য সংখ্যাঃ অগণিত, স্কোর ১২০০
গিয়াস উদ্দিন লিটন ভাই, অত্যন্ত পরিচিত একটি মুখ। আমরা যারা বাংলাদেশকে ভালবাসি, বাংলাদেশের ভাল কিছু দেখলে হৃদ্যস্থল থেকে পুলকিত হই তারা গিয়াস ভাইয়ের এই সিরিজের ভক্ত। আমি নিজেও উনার একজন ভক্ত। সহজ এ মানুষটির জন্য শুভকামনা।
☆ ১১. স্পর্শিয়া ফিচারিং পাথরকুঁচি গল্প সিরিজ
অনেক রাতে আমি আমার টিনের তোরঙ্গটা খুলে বসি। ছোট্ট লাল ভেলভেটের ব্যাগটা থেকে বের করে আনি আবিরের দেওয়া আংটিটা। আবিরের চিঠিগুলো হাজার হাজার চুমুতে ভরিয়ে তুলি। আবিরের চিঠিগুলিই জীবন্ত আবির হয়ে যায় আমার কাছে। আমি ওর সব চিঠিগুলি বুকে চেপে ধরে ঘুমিয়ে পড়ি। রাতে আবার আমি আবিরকে স্বপ্নে দেখি। সেই ভয়াবহ দুঃস্বপ্ন। আবির আমার সামনে বসে আছে ভিজিটরস রুমে। আমি লজ্জায় মাথা নীচু করে আছি। আমি ওকে দেখাতে চাইনা আমার এই কলঙ্কিত মুখ। আবির আমার দুহাত ধরে আছে। তাকিয়ে আছে আমার মুখের দিকে । লজ্জায় মরে যেতে ইচ্ছে করে আমার। আবির আমাকে নিয়ে যেতে চায় ওর কাছে। কিন্তু আমি তো কোথাও যাবোনা।
লিখেছেনঃ স্পর্শিয়া
৫০০০+ বার পঠিত, প্রিয়তে ৫০+ বার, লাইক ৫০+, মন্তব্য সংখ্যাঃ ৩০০+, স্কোর ১১৫০
☆ ১২. কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন সিরিজ (প্লাবন২০০৩) স্কোর ১১৪৫
☆ ১৩. সিআইএ: দুর্ধর্ষতা ও চৌকষ অপারেশন পরিচালনায় সবার সেরা গোয়েন্দাবাহিনী (জেনারেশন সুপারস্টার) স্কোর ১১৩৮
☆ ১৪. পহেলা বৈশাখ – কৃত্রিম ইলিশ-সংস্কৃতি : মতামত ভিত্তিক সমীক্ষা (সোনাবীজ; অথবা ধুলোবালিছাই) স্কোর ১১৩১
☆ ১৫. শিশুদের যৌন হয়রানি - আজই সচেতন হোন (নাইট রিডার ) স্কোর ১০৬৫
☆ ১৬. একুশের চেতনায় লেখা: ‘আমার বানামে ভূল হয় না!’ (মাঈনউদ্দিন মইনুল) স্কোর ১০৫৮
☆ ১৭. আনারকলি ও তীতুমীরের সংসার - একটি কাব্যনাট্য (শায়মা) স্কোর ১০৫০
☆ ১৮. টিএসসি ঘটনার কিছু ফটো এবং লাইভ ফুটেজ ... এক্সক্লুসিভ (আপডেট ) এদের ধরিয়ে দিন !!! (asif970) স্কোর১০৪০
☆ ১৯. নিকোলা টেসলা: এক রহস্যাবৃত বিজ্ঞানীর জীবন (দরবেশমুসাফির) স্কোর ১০৩৭
☆ ২০. ২৫শে নভেম্বর!! বিশ্ব নারী সহিংসতা দূরীকরণ দিবস (স্পর্শিয়া) স্কোর ১০২৩
☆ ২১. পৃথিবী যদি ঘুর্নন বন্ধ করে দেয় তাহলে কি হবে?? (বশর সিদ্দিকী ) স্কোর ৯৯০
☆ ২২. মুক্তমনা, মুক্তচিন্তা ও তৎসংক্রান্ত প্রহেলিকা এবং প্রেক্ষিত বাংলাদেশে (গেম চেঞ্জার) স্কোর ৯৮৫
☆ ২৩. প্রোযেক্ট ব্লু বীম (কান্ডারি অথর্ব স্কোর ৯৬৯
☆ ১৩. ‘মুন্ডা’ জনগোষ্ঠীঃ শোষন-বঞ্চনা, 'অ-সংস্কার' আর লড়াই-সংগ্রামের কাহিনী (অগ্নি সারথি) স্কোর স্কোর ৯৬৬
☆ ২৪. কিতনা বদনসীব হ্যায় জাফরঃ ভাগ্য বিড়ম্বিত এক সম্রাটের জীবনের করুন আলেখ্য ছবি + ইতিহাস (জুন) স্কোর ৯৬০
☆ ২৫. পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং হতবুদ্ধিকর কিছু ভুল (বশর সিদ্দিকী ) স্কোর ৯২১
☆ ২৬. হলিউডের সিনেমা নয় বরং আসুন হলিউড জায়গাটি এবং এর সম্পর্কে কিছু unusual তথ্য জেনে নিই (রিকি) স্কোর ৯১৭
☆ ২৭. আমার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা.............. (শায়মা) স্কোর ৯১৫
☆ ২৮. এক পাতা সিভিট (হাসান মাহবুব) স্কোর ৯০৯
☆ ২৯. আমার "হৃদয়ে বাংলাদেশ" ও একটি অন্য রকম স্বপ্ন পূরণের গল্প (শায়মা) স্কোর ৯০৮
☆ ৩০. কান্দে হাসন রাজার মন মনিয়ারে -ছবিব্লগ (জুন) স্কোর ৯০৩
☆ ৩১. সামুর পরিবর্তিত ও সংশোধিত মন্ত্রী পরিষদ এবং ঈদ ফান পোস্ট ! (সুমন কর) স্কোর ৯০২
☆ ৩২. নেপালে প্রলয়ঙ্করী ভূমিকম্প সম্বন্ধে বৈজ্ঞানিকদের পূর্বাভা-- করনীয় (মোস্তফা কামাল পলাশ) স্কোর ৯০১
☆ ৩৩. মায়ের আত্মহত্যা - পোস্টপার্টাম ডিপ্রেশন (মঞ্জুর চৌধুরী ) স্কোর ৮৯৬
☆ ৩৪. আসুন রাজন হত্যার বিচার চাই, বিচারের কাঠগড়ায় নিজেদের দাঁড় করাই (*কুনোব্যাঙ* ) স্কোর ৮৮৪
☆ ৩৫. নাট্যকলার সাতকাহন এবং আমার রচিত একটি শ্রুতিনাট্যের ইতিকথা (শায়মা) স্কোর ৮৮০
☆ ৩৬. জম জম পানির গবেষনায় , অসাধারন কিছু তথ্য (ঘুড্ডির পাইলট) স্কোর ৮৫৬
☆ ৩৭. আহা! কি এক অপূর্ব সময়! (জেন রসি) স্কোর ৮২৩
☆ ৩৮. ফিশিং – ফেইসবুকে/মেইলে লিংকে ক্লিক করতে সাবধান! (টেক সমাধান) স্কোর ৮১৩
☆ ৩৯. ধ্রুপদী নৃত্যের রকমফের ও সাজসজ্জার তত্বকথা (শায়মা) স্কোর ৮০৮
☆ ৪০. চুপ! চুপ! একদম চুপ! (কাল্পনিক_ভালোবাসা) স্কোর ৮০৮
☆ ৪১. গল্পঃ তোমাতে করিব বাস (জেন রসি) স্কোর ৮০৭
☆ ৪২. সেথায় এক পড়শী বসত করে......(জেন রসি) স্কোর ৭৯৮
☆ ৪৩. আসছে বোরো মওসুম: শুরু হবে পানি সংকট (সুপান্থ সুরাহী) স্কোর ৭৮৬
☆ ৪৪. তরুণ সমাজ! কী ভাবছে যৌনতা নিয়ে!(হালিমা সাদিয়া ) স্কোর ৭৮৩
☆ ৪৫. ইসলামের স্বর্ণযুগ সিরিজ (রমিত) স্কোর ৭৮২
☆ ৪৬. মোবাইল হারানোর আগে নম্বরগুলো সুরক্ষিত করুন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য (ঢুকিচেপা ) স্কোর ৭৫৯
☆ ৪৭. রুজি সিরিজ (গেম চেঞ্জার) স্কোর ৭৫৯
☆ ৪৮. ইংরেজী কথা বলা এতসোজা!!!!!.....(ফারাব্বী ) স্কোর ৭৪২
☆ ৪৯. অমরত্বের সন্ধানে (কান্ডারী অথর্ব) স্কোর ৭২৪
☆ ৫০. জোনাকচারী (হাসান মাহবুব) স্কোর ৭২১
☆ ৫১. আসেন আপনাদের একটু জ্ঞান দেই (ঠেলাগাড়ির পাইলট) স্কোর ৭১২
☆ ৫২. ধ্যানমগ্ন খুব! (জেন রসি) স্কোর ৭১১
☆ ৫৩. আল্লাহ ও রাসুলের নামে প্রচারিত অলৌকিক ছবি (সাদী ফেরদৌস ) স্কোর ৭০৬
☆ ৫৪. ময়নামতির পাহাড়ে চাঁদ উঠেছে আহারে - ছবিব্লগ (কামরুন নাহার বীথি) স্কোর ৬৯৪
☆ ৫৫. বাংলা বানান শুদ্ধ করছে কাকতাড়ুয়া.. অভিযান (খলিলুর রহমান ফয়সাল ) স্কোর ৬৮৯
☆ ৫৬. গল্পঃ শেষ সমুদ্রের দেশে (প্রোফেসর শঙ্কু) স্কোর ৬৭৪
☆ ৫৭. ইডিয়টস জার্নি টু আম্রিকা সিরিজ (বিপ্লব০৬) স্কোর ৬৪৯
☆ ৫৮. পঙ্খীরাজে চড়ে শিশুদের সাথে এলাম ঘুরে.......আনন্দ ভ্রমন- ২০১৫ (শায়মা) স্কোর ৬৪৭
☆ ৫৯. জন্ম আমার ধন্য হলো মাগো - ছবি ব্লগ (জুন) স্কোর ৬৪৬
☆ ৬০. ফান পোস্টঃ- দেশ বিদেশের কাঙ্খিত খবর ---- 'আজকের বিচিত্র সংবাদ' (সাহসী সন্তান) স্কোর ৬১৪
☆ ৬১. ক্যামেরার চোখে আফগানিস্তান - ফটো-ব্লগ (কামরুন নাহার বীথি ) স্কোর ৬১৪
☆ ৬২. টিএসসিতে যৌন হয়রানি: আমরা কি কুলাঙ্গারদের খুঁজে বের করতে সাহায্য করতে পারি না? (নুরুজ্জামান লাবু ) স্কোর ৬০৭
☆ ৬৩. ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে সামহোয়্যার ইন ব্লগে আসা পোস্টসমূহের ঈদ সংকলন (সুমন কর ) স্কোর ৫৯৯
☆ ৬৪. আইওএস জেলব্রেকিং: শাদা শার্ট, শাদা প্যান্ট, শাদা জুতা, শাদা মুজা – নায়ক জসিম! (টেক সমাধান ) স্কোর ৫৯৭
☆ ৬৫. বোকা কুমির ও চালাক শেয়ালের পাঠশালা - ছোটবেলার প্রিয় গল্প-পাঠ-আবৃতি-গীতি-কাব্যনাট্য (শায়মা) স্কোর ৫৯৬
☆ ৬৬. প্রসঙ্গ: সামুতে চলচ্চিত্র দর্শন, ২০১৪ (ইমিনা ) স্কোর ৫৯০
☆ ৬৭. গল্প মাংসপুরাণ (হাসান মাহবুব) স্কোর ৫৮৪
☆ ৬৮. থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজী নববর্ষে সামুতে অনলাইন আড্ডা !!! (সুমন কর) স্কোর ৫৮২
☆ ৬৯. স্যার, আমার প্রেমিকার ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল... (কালা মনের ধলা মানুষ ) স্কোর ৫৮০
☆ ৭০. পাবলিক বিশ্ববিদ্যালয়ঃ গবেষণা এবং নিজস্ব আয়ের পরিসর (এক নিরুদ্দেশ পথিক ) স্কোর ৫৭৯
☆ ৭১. নুহা (অপর্ণা মম্ময়) স্কোর ৫৭৫
☆ ৭২. নবীন লেখকদের প্রতি সাবধান বার্তা ও আমার প্রতিবাদ (মহান অতন্দ্র ) স্কোর ৫৬৯
☆ ৭৩. পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস: কাজ শুরু করে ফোন ‘বন্ধ’ হলে (টেক সমাধান ) স্কোর ৫৬৩
☆ ৭৪. যাপিত রস ! রম্য হলেও ঘটনা বাস্তব ! (গিয়াস উদ্দিন লিটন ) স্কোর ৫৬২
☆ ৭৫. ভাইরাস ধরলে’ বা ‘হ্যাকড’ হলে যা করবেন... (টেক সমাধান) স্কোর ৫৪৩
☆ ৭৬. দৃষ্টি আকর্ষনঃ ব্লগ পোস্টে ভ্যাট আরোপ সম্পর্কে জ্ঞাতার্থে। - ভিডিও সহ (কাল্পনিক_ভালোবাসা ) স্কোর ৫৪২
☆ ৭৭. সুলতান সুলাইমান ‘দি ম্যাগনিফিসেন্ট’ (ইছামতির তী্রে ) স্কোর ৫৪০
☆ ৭৮. "বিশ্বের অন্যতম প্রধান এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের জানা-অজানা মজার ইতিহাস" (সাহসী সন্তান) স্কোর ৫৩০
☆ ৭৯. ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেনে আজ ২০ শে নভেম্বর সকাল থেকে -ছবি ব্লগ (জুন) স্কোর ৫২০
☆ ৮০. যেকোন ভন্ডামির মতো ভন্ড সেকুলারিজমও বিপদজনক..!! (মানবী) স্কোর ৫১৮
☆ ৮১. ডয়েচে ভেলের দি বব্স ব্লগ প্রতিযোগিতায় সামু’র ব্লগার চূড়ান্ত মনোনীত! মাঈনউদ্দিন মইনুল স্কোর ৫১০
☆ ৮২. বিহারী মহিলার অত্যাচার এবং আমার প্রতিবাদী মা - (প্রামানিক) স্কোর ৫১০
☆ ৮৩. এলজিবিটি(গে লেসবিয়ান বাই ট্রান্স): বিজ্ঞান কি বলে? ধর্ম কি বলে? সমাজ কি বলে? (উদাসী স্বপ্ন ) স্কোর ৪৯৩
☆ ৮৪. প্যারাডক্স নিয়ে যতো প্যারা (নির্বাসিত_নির্বাক) স্কোর ৪৮৭
☆ ৮৫. একজন সালমান শাহ্ ও তার একজন অন্ধভক্ত (শাহরুখ সাকিব) স্কোর ৪৭৮
☆ ৮৬. গল্প কালোপাথর (রক্তিম দিগন্ত ) স্কোর ৪৭১
☆ ৮৭. লেখার ‘মুড’ না থাকলে আপনি কী করেন/করবেন? (মাঈনুদ্দিন মইনুল) স্কোর ৪৭০
☆ ৮৮. বাংলা ভাষা ও চির অমলিন সেই পাঁচ শহীদের গাঁথা (আমি ময়ূরাক্ষী) স্কোর ৪৬৭
☆ ৮৮. ♣আপনার দেয়া রক্তই পারে একটি জীবন বাঁচাতে : রক্ত দানের A টু Z ♣ (আরজুপনি) স্কোর ৪৬৪
☆ ৯০. অতিপ্রাকৃত গল্পঃ ইশানা (অপু তানভীর ) স্কোর ৪৫৬
☆ ৯১. "হেনরি কিসিঞ্জার" এক পাপিষ্ঠ ও এক রহস্যের নাম (শান্তনু চৌধুরী শান্তু ) স্কোর ৪৫০
☆ ৯২. হোয়াই সো সিরিয়াস ? মন খারাপ তুলে রাখ বন্ধু , একটু হাস (না পারভীন) স্কোর ৪৩০
☆ ৯৩. হে সর্বশক্তিমান বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পাঠিয়ে ভাগ্য বিড়ম্বিত ... (মোস্তফা কামাল পলাশ) স্কোর ৪২৯
☆ ৯৪. মারিশ্যা টু রিজার্ভ বাজার ঘাট - এ লাইফ টাইম মেমোরেবল বোট জার্নি (বোকা মানুষ বলতে চায় ) স্কোর ৪২৮
☆ ৯৫. গল্পঃ অসংলগ্ন কিছু মুহূর্ত (ডি মুন) স্কোর ৪২৬
☆ ৯৬. এক দেশে ছিলো এক রাজামশাই- যে রাজামশাই চলে গেছেন এক অজানার দেশে- (অপ্সরা) স্কোর ৪২৩
☆ ৯৭. ♣বানান সতর্কতা : সচেতনতা চলুক বছরব্যাপী♣ (আরজুপনি ) স্কোর ৪১৯
☆ ৯৮. ৪০ বছর পর, বাংলাদেশ-বিরোধীরা সামান্য কোণঠাঁসা (চাঁদগাজী) স্কোর ৪১১
☆ ৯৯. SOMEWHEREINBLOG’S ভ্রমণ সংকলন – মে ২০১৫ (বোকা মানুষ বলতে চায়) স্কোর ৪০১
☆ ১০০. "একটি জাতির জন্ম" - লিখেছেন মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম (সাদী ফেরদৌস ) স্কোর ৪০০
☆ ১০১. সিরিজ দিল্লীর ডায়েরি (এস কাজী) স্কোর ৪০০
২০১৫ সাল জুড়ে ব্লগকে মাতিয়ে রাখা শতদ্রু ভাইকে মিস করছি। আরো ভাল কয়েকজন ব্লগার যারা ব্লগকে মুখর করে রাখতেন তারা চলে যাওয়াতে খারাপ লাগছে। তবে পৃথিবীর নিয়মই তো হলো কেউ যাবে কেউ আসবে। নতুনরা আসবে পুরাতন/অন্যরা চলে যাবে এটাই তো হয়। নতুন যারা ব্লগে আছেন তারা ব্লগে এসে অনেকেই ঠিকঠাক নির্দেশনা পান না। অনেক সময় ভুল বুঝে ব্লগ ছেড়ে অনেকে চলে যান। সামুর নিয়মিত ব্লগাররা যথাসম্ভব সহযোগিতাও করেন দেখেছি। তাদের প্রতি সামুর অন্যান্য ব্লগারদের আরো আন্তরিক হবার জন্য আবেদন করছি।
যারা ২০১৫ সালের অনেকটা সময় সামুতে দিয়েছেন, কেবলমাত্র তাদের কাছে একটি সিদ্বান্ত গ্রহণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি। আপনার পছন্দের ১০ জন ব্লগারের নাম লিখুন যারা ২০১৫ সালে লিখেছিলেন। এখনও লিখছেন কি-না সেটা বড় কথা নয়।
ভাল থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি সামুয়িং।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩