বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘চন্দ্রবিন্দু’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। একই চ্যানেলে দুপুরে দেখানো হবে টেলিছবি ‘চিরকুট’। এটি লিখেছেন দেওয়ান শামসুর রকিব, পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। দুটিতেই অভিনয় করছেন তিশা। গত সপ্তাহে চ্যানেল আইতে শুরু হলো তিশা অভিনীত ধারাবাহিক নাটক ‘মুকিম ব্রাদার্স’। মুঠোফোনে তিশার সঙ্গে যখন কথা হলো তখন তিনি সিঙ্গাপুর বিমানবন্দরে।
কোথায় যাচ্ছেন?
যুক্তরাষ্ট্রে। সিঙ্গাপুরে কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি হয়েছে। এই সুযোগে কথা বলতে পারছি। ওখানে ফোবানা সম্মেলনে যোগ দিতে যাচ্ছি। ৭ তারিখ ফিরব।
বিয়ের আগে দেশের বাইরে যাচ্ছেন। বিয়ের কেনাকাটাও সেখান থেকেই করবেন নাকি?
না, না। বিয়ের কেনাকাটা আমরা সবকিছু এ দেশ থেকে করছি। মোস্তফা সরয়ার ফারুকী এবং আমি একবার ভেবেছিলাম কেনাকাটার পুরোটাই বিদেশ থেকে করব। পরে ভাবলাম, এটা আমাদের দেশের মানুষের কাছে একটা খারাপ উদাহরণ হয়ে থাকবে। সবকিছুতেই বিদেশমুখী মনোভাব দেশের জন্য খারাপ। আমাদের পণ্য আমরা গর্বের সঙ্গেই কিনব এবং ব্যবহার করব। তাহলেই কেবল জাতি হিসেবে আমরা দাঁড়াতে পারব। শুধু বিয়েই নয়, আমাদের বাসার জিনিসপত্রের সবই এ দেশ থেকে কেনা হয়েছে। নিজেরাও কিছু নকশা করে এখান থেকে বানিয়েছি। যতটুকু পেরেছি, দেশীয় জিনিস ব্যবহার করেছি।
বিয়ের পোশাক নিয়ে কী ভেবেছেন?
বিয়েতে আমার পোশাকের নকশা করছেন মাহিন খান। ফারুকীর ধারণা, শেরওয়ানিতে তাঁকে নাকি জোকারের মতো লাগবে। তাই সে স্যুট পরতে চাইছে। আমি নিশ্চিত না, স্যুট ওকে জোকার হওয়ার হাত থেকে বাঁচাতে পারবে কি না। ওর আদর্শ পোশাক হলো হাফপ্যান্ট, টি-শার্ট আর গামছা। তবে ওর বিয়ের পোশাক তৈরি করছে ‘ও টু’।
বিয়ের অনুষ্ঠান কেমন হবে?
বাঙালি বিয়েতে খাবার ছাড়া অন্য কিছু থাকে না। আমরা চেষ্টা করছি, অতিথিদের আনন্দ করার কিছু উপলক্ষ তৈরি করে দিতে। কিছু মজার ব্যাপার থাকবে, গান থাকবে। এ ব্যাপারে আমাদের সহযোগিতা করছে গ্রের শাওন ও তাঁর দল।
গত সপ্তাহ থেকে টিভিতে আপনার অভিনীত ‘মুকিম ব্রাদার্স’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে।
এটা খুবই ভালো একটা ধারাবাহিক। অনেক যত্ন নিয়ে নিপুণ কাজটা করেছেন। আমি নিশ্চিত, এটি দর্শকদের পছন্দের একটা ধারাবাহিক হবে।
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন