মানবজমিন ডেস্ক: এক মাসের মাথায় আবারও কেলেঙ্কারিতে জড়ালেন বৃটিশ জোট সরকারের আরেক মন্ত্রী। জ্বালানি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক ওই মন্ত্রী প্রেমিকার জন্য ২৬ বছরের দাম্পত্য জীবন ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন। বৃটেনের দেড় মাস বয়সী কনজারভেটিভ-লিবারেল ডেমোক্রেট (লিবডেম) জোট সরকারে গুরুত্বপূর্ণ ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পান ৫৫ বছর বয়সী লিবডেম নেতা ক্রিস হুহানে।
শনিবার রাতে তিনি ঘোষণা দেন ১ বছর ধরে প্রেমের কারণে তিনি ২৬ বছরের সংসার ত্যাগ করছেন। সরকার গঠনের কিছুদিন পরই অর্থ কেলেঙ্কারির ঘটনায় মিডিয়ায় তোলপাড় তোলেন জোট সরকারের অর্থমন্ত্রী ও লিবডেম নেতা ডেভিড লস। সমকামী ওই নেতা তার প্রেমিক বন্ধুর বাসায় বসবাস করেও সরকারি কোষাগার থেকে ৪০ হাজার পাউন্ড বাসা ভাড়া নেন। এ ঘটনার মাস পেরোতে না পেরোতেই আবারও তোলপাড় তুললেন ক্রিস হুহানে। মেইল অনলাইন জানিয়েছে, কোটিপতি এ নেতার এক বছর ধরেই মিডিয়া উপদেষ্টা কারিনা ত্রিমিংহাম (৪৪)-এর সঙ্গে সম্পর্ক চলছিল। ক্রিসের নির্বাচনী আসন হ্যাম্পশায়ারের ইস্টলেইফ-এ লিবডেমের ইলেক্ট্রোরাল রিফর্ম সোসাইটির প্রচারণা পরিচালক হিসেবে কর্মরত থাকাকালীন সময়েই কারিনার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এদিকে এ ঘটনার কিছুই জানতেন না ক্রিসের স্ত্রী ৫৭ বছর বয়সী ভিকি প্রাইস। তিনি বলেছেন, মিডিয়া এ বিষয়ে খোঁজখবর নেয়ার আগ পর্যন্ত তিনি কিছুই জানতেন না। বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না জোট সরকার বা লিবডেম নেতারাও। এ বিষয়ে ক্রিসের উপর কোন চাপ প্রয়োগের পরিকল্পনাও নেই তাদের। শনিবার দেয়া ক্রিসের ওই ঘোষণার আগের রাত পর্যন্ত শুক্রবার ছিল কারিনার ৪৪তম জন্মদিন। কারিনা এদিন বিকালে গিয়ে উঠেন ক্রিসের বাসভবনে। এদিন তার স্ত্রী ছিলেন অন্যত্র। পরদিন অর্থাৎ শনিবার সকালে তারা বাসা থেকে আলাদাভাবে বের হন এবং স্টেশনে গিয়ে ট্রেনের দু’টি ভিন্ন কামরায় উঠেন। এরপরই রাতে স্ত্রীকে ছেড়ে বান্ধবীর সঙ্গে বসবাস শুরুর ঘোষণা দেন ক্রিস।