আজকে একটা জিনিস নিয়ে খুব কষ্ট লাগে, তা হল আজকের বাংলাদেশকে দেখে হয়ত আমাদের বীর মুক্তি্যোদ্দারা খুবই কষ্ট পেত। তারা কি এই বাংলাদেশ দেখার জন্য যু্দ্ধ করেছিল! আজ অনেকগুলো উক্তি দেখলাম ফেসবুকে।
"আমার এক বন্ধু চলে গেছে বিদেশে। আমি তাকে বললাম, মুক্তিযোদ্ধা হয়ে তুই দেশ ছেড়ে চলে গেলি! ও আমাকে অদ্ভুদ একটা কথা বলেছিলো। ও বললো, এই দেশটার জন্য যুদ্ধ করি নাই, বন্ধু। যেই দেশের জন্য যুদ্ধ করেছিলাম সেটা এই দেশ না। এই দেশটা কুৎসিত হয়ে গেছে, এই দেশটা বেঁচে থাকার জন্য অমানবিক এবং বিশ্রী। এরকম অসভ্য একটা পরিবেশে আমি কেন থাকবো? আমি তো সভ্য মানুষ।"
"একদা আমাদের মা বাবা রা আমাদেরকে বিদ্যালয়ে পাঠাতেন সভ্য, সদাচরন, খারাপ থেকে দুরে থাকার জন্য। শিক্ষক ছিলেন আমাদের মা বাবার চেয়ে বড়। আর আজ সেই শিক্ষকই আমাদের বোনদের সাথে খারাপ আচরন করে। আর আর আমাদের সরকার তা চেয়ে দেখে। উল্টা পারলে এটাকে সংসদে বাহাবাহ দেয়।"
"পুলিস, মনে হয় আজরাইলের এজেন্ট। গুনেতামাবে কারাগারে যা গোপনে হত, তা আমাদের দেশে দিনে দুপুরে হচ্ছে। আজে কেউ পুলিসের কাছে কোন ইনফরমনেশেন নিয়ে গেলে, উল্টা তাকে ফাসিয়ে দে্য়ার সম্ভাবনাই বেশি। হায়রে পুলিস।"
"রাস্তার জ্যাম নিয়ে তো কিছু বলার নাই। সব যেন পয়সাওলাদের দখলে। যার গাড়ি আছে, সে গাড়িতে যাবে। আর যাদের গাড়ি নাই তাকে হেটে যেতে হবে। এখন প্রায় রাস্তায় দেখি, "আসুন, হেটে চলি।" এর মানে কি ভাই? আর যারা রাস্তায় গাড়ি পার্ক করে তাদের জন্য কোন অ্যাকসান নাই। বসুন্ধারার সামনে তো মনে হয়, বড়লোকের ছড়াছড়ি। গাড়ি পার্ক করবে রাস্তার উপর। আবা সাধারন মানু্ষ কিছু বললে পুলিস উল্টা তাকে শাশায়। তাই বলছি যাদের হার্টের সমস্যা আছে, তার হয় দেশ ছেড়ে চলে যান, আর না হয় সবসময় হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। না হলে বিনা টির্টমেন্টে মারা যাবেন। কারন সময়মত হাসপাতালেই পোছাতে পারবেন না। আর যখন পোছাবেন, তখন শুনবেন "i m sorry"
আমাদের দেশের দুই সরকারি দলের লোকেরা যা শুরু করছে, একজন তো মনে করে দেশটা তার বাপের, আর আরেকজন মনে করে তার জামাইর। আর বেটিরা ওই যে ৩০ লক্ষ লোক মারা গেছে, তার কি মুড়ি খাওয়ার জন্য মারা গেছে? আসলে ভাই একটা কথা মনে হয়ে খারাপ লাগে আবার বলতেও খারাপ লাগে, পুরা ফ্যামিল বেচে থাকত, তাহলে তো মনে হয় আমরা পা্ত্তাই পেতাম না। এক বেটি যা করছে, সবাই মিলে কি নাই করত।
আমার একটাই রাগ, এই জংগিদল গুলো, বোমা মেরে এই সংসদের সবগুলারে মারল না কেন? শালারা যা করতাছে, মাঝে মাঝে মরে যাই। এ শালারা আমাদের আমাদের নিয়ে মনে মনোফোলি খেলতাছে।
ভাই যদি কারও গায়ে লাগে কতাগুলো মাফ করে দিবেন। অনেক কস্ট থেকে এগুলো বলছি ভাই।