নিচের এই কলামখানি পরে খুব খারাপ লাগল।
Click This Link
বিজয় যেমনই হোক, ইহা দিয়েই আমরা প্রথম বাংলা লিখা শুরু করি। কিন্তু সত্য কথা হলো, আমি একজন কম্পিউটার সান্সেসের ছাত্র হয়েও আমারই খুব কস্ট লাগত বিজয় দিয়ে বাংলা লিখতে।
আর খুবই বিরক্ত লাগত যখন বাংলা ফন্ট না থাকত। কিন্তু মুক্ত সফটওয়্যার হিসাবে যখন অভ্র এল, খুবই খুশি লাগল, কারন সবাই এতে নিজের সহায়তা দিয়ে আরও সহজ করবে বাংলা লেখাকে।ঠিক তাই আমরা দেখছি আজ, ২০১০ সালে।
আজ আমাদের কোন ফন্ট দরকার হয় না। কোন কঠিন নিয়ম মানতে হয় না। যে কেউ নিজের একটু সময় দিয়ে বাংলা লেখায় পারদর্শী হয়ে উঠতে পারে।
ঠিক এমন সময় জব্বার সাহেবের এমন একটি লেখা পড়ে খুবই খারাপ লাগল। বিশেষ করে, মেহেদী ভাইকে যেভাবে অভ্রের জন্য বিশেষায়িত করলেন। আসলে তার মত একজন ব্যক্তিত্ব থেকে এমন বক্তব্য খুবই হতাশাজনক।
তাই মনে হল উনি এখনও ঘুমিয়ে আছেন। তাই আপনাকে বলছি, জেগে উঠুন, দেখেন মুক্ত সফটওয়্যারের এযুগকে। শিখেন কি করে একজন আরেকজনের কাজকে উৎসাহ দেয়। কি করে সবাই পরস্পরের সাথে তথ্য শেয়ার করছে।
আশা করি আপনার কিছুটা বোধউদয় হবে এবং ভবিষ্যতে নিজেকে এমন হাসির পাত্র করবেন না।