তারপরেও পেপ্যাল দিয়ে পেমেন্ট নেওয়ার দরকার পরে রেগুলার বড় ক্লায়েন্টদের জন্য। তাদের অনেকেই আমেরিকান হওয়ায় মানিবুকারস ব্যবহার করতে পারেন না। সাইটের মাধ্যমে টাকা দেয়ার খরচের চেয়ে টাকা আপলোড করার ঝামেলাটাই তাদের জন্য বড় সমস্যা।
আমি বেশ কিছুদিন থেকেই পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট নিচ্ছি এবং আমি অপেক্ষা করছিলাম টাকা হাতে পাওয়ার জন্য। হাতে পাওয়ার পর একটা ফার্স্ট হ্যান্ড রিভিউ দিচ্ছি। বাংলাদেশে এখনও পেমেন্ট গেটওয়ে খুব বেশী ব্যবহৃত হয় না বলেই মনে হয় (প্লাইমাস দিয়ে সার্চ দিয়ে মাত্র ২ টা রেজাল্ট পেলাম), তাই এব্যাপারে সবাইকে জানানো প্রয়োজন মনে করছি।
পেমেন্ট গেটওয়ে অনেক পাবেন। সবচেয়ে বহুল ব্যবহৃত গেটওয়ে হল 2co। এদের সবই ভাল তবে সেটাপ চার্জ থাকায় এটা অনেকের জন্যই সমস্যা। সেটাপ চার্জ বিহীন পেমেন্ট গেটওয়ে হল Plimus ।
পুরো সিস্টেমটা এরকম,
ক্লায়েন্ট আপনাকে যত টাকা পে করবে আপনি সেই অ্যামাউন্টের একটা প্রোডাক্ট তৈরি করবেন। তারপর সেই প্রোডাক্টের পেমেন্ট লিংকটা ক্লায়েন্টকে দেবেন। সরাসরি লিংকটা মেইল করে দিতে যাবেন না, আমি এরকম করায় তারা আমাকে ওয়ার্নিং দিয়েছিল। আপনার প্রোফাইলে একটা সাইট অ্যাড করতে হয়। এটা বাধ্যতামূলক। তারা শুধু সাইটের মাধ্যমেই ট্রানজেকশন অ্যালাউ করে। সেই সাইটে একটা পেজ তৈরি করে লিংকটা সেখানে দিয়ে ক্লায়েন্টকে ঐ পেজের লিংকটা মেইল করে দিন। পেজটা এরকম,

ক্লায়েন্ট পেমেন্ট লিংকে ক্লিক করলে তাকে অনেক কয়েকটা পেমেন্ট অপশন দেয়া হবে, ক্রেডিট কার্ড (সব মেজর কার্ড), পেপ্যাল, মানিবুকারস, চেক, লোকাল ব্যাংক ডিপোজিট, পোস্টাল ওর্ডার ইত্যাদি। ক্লায়েন্ট যে মেথডেই পেমেন্ট দিক না কেন সেটা কালেক্ট করার দ্বায়িত্ব Plimus এর। তবে, আপনি চাইলে কিছু মেথড বাদ দিতে পারেন, যেমন চেক, এর প্রসেসিং লেনদী। পেমেন্ট পেজটা ১০০% সিকিউরড https এবং অনেক সিকিউরিটি সংস্থা কর্তৃক ভ্যারিফায়েড তাই এটা ব্যবহার করতে ক্লায়েন্টের কোন আপত্তি থাকার কথা না।
ক্লায়েন্ট পেমেন্ট করা মাত্র আপনি ইমেইল নটিফিকেশন পাবেন। প্লাইমাসের চার্জ এরকম,
4.99$ এর নিচে 75 সেন্ট
5$-8.99$ 15%
9$-49.99$ 10%
50$-59.99$ 9%
60$-79.99$ 8%
80$ এর উপরে হলে তাদের পার্সোনালাইড অফার আছে, যোগাযোগ করতে হবে। তবে আমি যোগাযোগ না করেও ৬% রেট পেয়েছি ১০০ ডলারের বেশীর জন্য। আগেই বলেছি, গেটওয়েগুলো ছোট পেমেন্টের জন্য নয়। বড় পেমেন্ট নেয়াই লাভজনক।
টাকা বাংলাদেশে আনার উপায় চেক, ব্যাংক ওয়্যার আর পেঅনার কার্ড। পেঅনারে আনার আগে আপনাকে অবশ্যই একটা পেমেন্ট ব্যাংক ওয়্যারে নিতে হবে (সম্ভবত ভ্যারিফিকেশনের জন্য)। ব্যাংক ওয়্যারের চার্জ ২ রকম, ডলারে নিলে ২১$ আর অন্য কারেন্সীতে ১৫$। যেহেতু অন্য কারেন্সীতে নিলে আমার কোন সমস্যা হচ্ছে না তাই আমি ইউরোতে নিয়েছি।
তারা মাসে একবার টাকা পাঠায়। প্রতি মাসের মাঝামাঝি। প্রথমবারের পরে পেনার কার্ডে টাকা নেয়া যাবে।
আশা করি অন্তত কয়েকজনের হলেও উপকার হবে। ধন্যবাদ।
বিশেষ দ্রষ্টব্য: পোস্টটি উৎসর্গ করা হল দি ফ্লাইং ডাচম্যান কে। তার ক্রমাগত জ্বালাতনেই

নকল হইতে সাবধান:
ইঞ্জিনিয়ার নামে একজন ব্লগার অ্যাকাউন্ট খুলেছেন। সেটা আমি নই। বানানের খুব সূক্ষ তারতম্য সাধারণভাবে চোখে পড়ে না। তাকে দোষ দিচ্ছি না। তিনি হয়ত জানতেন না যে কাছাকাছি নামে আরেকটি নিক আছে। তবে, বিভ্রান্তি এড়াতে এখানে উল্লেখ করলাম।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১১ বিকাল ৫:৪৮