কেমন হবে ঈদের পর খাবার মেনু
আশা করি ঈদে সবাই সুস্থ্য ছিলেন,যথাযথ মর্যাদায় ঈদ পালন করেছেন।তো এ কয়দিন গুরুপাক খাবারের পর আমাদের দেহ অর্থাৎ পরিপাকতন্ত্রের বিশ্রাম দরকার।এখন এমন কিছু খাবার নির্বাচন করতে হবে যা দেহকে ডি-টক্সিফাই করবে।
দেখে নেয়া যাক কোন খাবার গুলো এখন থেকে পরবর্তী কয়েকদিন খাবার মেনুতে রাখতে হবে :
১. লেবু : এক মগ হালকা গরম পানিতে ১টি লেবুর রস মিলিয়ে (প্রয়োজনে সামান্য মধু ব্যবহার করতে পারেন) পানীয় তৈরী করে নিন। সকালে খালি পেটে পান করুন। লেবু দেহে কিছু এনজাইম তৈরী হতে সাহায্য করে যা দেহের টক্সিনকে পানিতে দ্রবনীয় করে , ফলে সহজে টক্সিন দেহ থেকে বের হতে পারে।
২. লাল চাল : লাল চালের ভাত রাখুন দুবেলায়।
৩.সবুজ শাক ও সবজি : সবুজ শাক ও সবজিতে এন্টিঅক্সিডেন্ট রয়েছে । তাই তিন বেলার খাবার মেনুতে কিছু পরিমান যোগ করুন।
৪. লিগিউম: প্রোটিনে জন্য মেনুতে রাখুন মটরশুটি,শীমের বীচি, ডাল জাতীয় খাবার।
৫.তুলসি : যেকোন গ্রীন সালাদ তৈরী করে তাতে কয়েকটি তুলসি পাতা যোগ করুন। তুলসি পাতা হজমে সাহায্য করে আর ডিটক্সিফাইং ইফেক্ট তো আছেই।
৬. তিসি ও তিল : গ্রীণ সালাদে সামান্য পরিমানে তিসি / তিল ছিটিয়ে দিতে পারেন। অথবা সকালের লেবু পানিতে ২ টেবিল চামচ গুড়ো করা তিসি মিলিয়ে খেতে পারেন।এছাড়া রান্নায় তিলের তেলও ব্যবহার করতে পারেন।
৭.বাধাকপি ও ব্রোকলি :বাইরের দেশে বাধাকপির সুপ বেশ জনপ্রিয় , আপনিও ট্রাই করে দেখতে পারেন। এছাড়া সবজি হিসেবে রান্না করুন, সালাদেও ব্যাবহার করা যায়। যদি এ সিজনে বাধাকপি না পান তবে ব্রোকলিও খেতে পারেন। আর ব্রোকলি সারা বছরই সুপার সপ গুলোতে পাওয়া যায়।
৮.মশলা:
আদা : চা বা অন্য কোন পাণীয়তে মিলিয়ে খেতে পারেন। কাচা চিবিয়ে খেতে পারলে ভাল, সম্ভব না হলে হালকা গরম পাণিতে আদা কুচি দিয়ে খেতে পারেন।
পেয়াজ, রসুন, হলুদ দারুচিনি : এদের সবারই ডিটক্সিফাইং ইফেক্ট আছে।
৯. ফল : ফলের ভিতর মেনুতে রাখুন পেপে, জাম্বুরা,ডালিম, আনারস, আপেল, কমলা।
১০.কাঠবাদাম ও আখরোট : বিকালের স্ন্যাক্স হিসেবে সামান্য পরিমানে খেতে পারেন।
১১. গ্রীণ টি : দেহ থেকে বর্জ্য অপসরনে গ্রীণ টি দারুন ভাবে কাজ করে। কোলা , জুস ও অন্যান্য চায়ের বদলে গ্রীণ টি মেনুতে রাখুন।
১২. টক দই: দুপুর ও রাতের খাবারের পর আধা কাপ টক দই খাবেন। হজমে সাহায্য হবে।
১৩. পানি : এবং অবশ্যই প্রচুর পরিমান পানি পান করতে হবে, তা না হলে অন্য কোন নিয়মই কাজে আসবে না।
পরিহার করতে হবে:
ডিটক্স খাবার খাওয়ার পাশাপাশি কিছু খাবার পরিহারও করতে হবে, যেমন :
১. এলকহল
২কফি ও অন্যান্য ক্যাফিনেটেড পাণীয়
৩. মিষ্টি, চকলেট, অন্যান্য ক্যান্ডি
৪. প্রয়োজনের অতিরিক্ত খাওয়া
(এসপ্যরাগাস,বিট,এভোকোডো খুবই ভাল ডিটক্সিফাইং খাবার, ঢাকার সুপার সপে এসব এখন পাওয়া যায়, সম্ভব হলে খাবার মেনুতে যোগ করবেন)
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন