বালিকা,
ভালো থাকিস,ভালো রাখতে হবে না আমায়।আমাকে ভালো রাখার অভিপ্রায় জাগিয়ে তুলিস না তোর প্রস্তর মনে।
যদি কখনও ইচ্ছে হয়,ভালবাসা যদি জেগে উঠে তাহলে ছুটে এসে চাপা স্বরে ফিসফিসিয়ে বলিস"ভালবাসি"।
তবে সেটা যেন করুণা না হয়।
কখনও চোখাচোখি হলে চোখের দিকে বেশী থাকাস নে,হয়তো লুকিয়ে রাখা নোনা জলের ফোটা দুইটা তোর দৃষ্টিগোছর হবে।হয়তো হৃদয়ে ভাললাগা,ভালবাসার পরিবর্তে মৃদু করুণার উদয় হবে।
লাগবে না তোর সেই করুণা মাখা ভালবাসা।
বালিকা,
সত্যি বলছি লাগবেনা।
যদি কোনদিন আবার সেই ধূলিউড়া পথটাতে দেখা হয় তবে তোর চোখের পাতাগুলি এক করে নিস।
আকাশের দিকে মুখ করে আমার হৃদয়ের তীক্ষ্ন আর্তনাদ,অসহায় আহাজারি অনুভব করার একটু চেষ্টা করিস।
এতেই যদি ভাললাগা-ভালবাসা আসে তাহলেই বলিস"ভালবাসি"।
বলার পর হয়তো লজ্জাবতীর মত নেতিয়ে পড়বি কিংবা দৌড়ে পালাবি।
বালিকা,
আমি আজ বাউন্ডুলে,উদ্ভ্রান্ত।আজ আমি আমাতেই আমার কথা বলি।আনমনে বিড়বিড় করেই।তোর কাছে এটা হয়তো ঘুমের ঘোরে অচেতন হয়ে প্রলাপ বকার মত লাগছে।
কিংবা বাউন্ডুলে,উম্মাদের আত্মকথন এর মত।
তাতে কি?
আমার ক্ষতি নেই।
ইচ্ছা হলে এতেই খুজিস ভালবাসা,হয়তো এতেই তোর আচল ভরে ভালবাসা গড়িয়ে পড়বে।
ওহ হ্যা বালিকা,
আমি ভাল আছি,অনেক ভালো।প্রশ্ন করিস না তোকে ছাড়া কিভাবে এতো ভালো আছি।
তাহলে হয়তো মিথ্যার ফুলঝুড়ি ছোটাবো।
আর তুই?
ভাল ছিলি,ভালোই তো আছিস দূরেই,ভালো থাকিস অনন্তকাল।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১