১."মার্জিত চাটুকারিতার সাথে মাথা বেঁচে খাওয়ার নাম রাজনীতি"
.
২."আউলা ঝাউলা দৌড়াদৌড়ির পরও যদি আপনার বেকার সময় থেকে যায় তাইলে রাজনীতির পেছনে দৌড়ান,দৌড়ের উপরেই থাকতে হবে"
.
৩."অন্যের পকেটের টাকা নিজ পকেটে সযতনে স্থান দিতে রাজনীতির বিকল্প নেই"
.
৪."নীতির ভরাডুবির নামই আদর্শ রাজনীতি"
.
৫."রাজনীতিতে গিয়ে নীতি খুজতে যাবেন না,তাহলে নীতি তো পাবেনই না সাথে কক্ষচ্যূত হবেন"
.
৬."রাজনীতি মানে ক্ষমতা অর্জন,তবে আপনার ক্ষমতা না থাকলে রাজনীতি ধারে কাছেও যাবেন না"
.
৭."রাজনীতি ক্রিকেটে খেলার মত;যখন আপনি ব্যাটসম্যান যথাসম্ভব সোজা ব্যাটে খেলার চেষ্টা করুন,যখন আপনি বোলার স্লিপে ফিল্ডার রেখে গুড লেন্থে বল করুন,হয়তো কিছু রান খরচ হবে,তবে উইকেট কিন্তু টিকই পাবেন"
.
৮."দেউলিয়া পদবী ঘুচানোর জন্য রাজনীতিতে আসতে পারেন,সাথে দেউলিয়া হওয়ার ইচ্ছা থাকলেও"
.
৯."রাজনীতি বড়শি দিয়ে মাছ ধরার মত,আপনাকে শোল ধরার জন্য টাকি দিয়ে টোপ দিতে হতে পারে"
.
১০."আমি কাগজে কলমে নীতি শব্দটি চাই না,প্রাত্যহিক জীবনে নীতির সুষ্ঠু প্রয়োগ চাই"
.
.
আমি রাজনীতি বুঝিনা,কখনো বুঝার চেষ্টাও করিনি,ভবিষ্যতের কথা বলা যায় না তারপরও বলছি রাজনীতি বুঝার চেষ্টা হয়তো করা হবে না।
তবে চারিপাশের আবহাওয়া,দৈনন্দিন গতিবিধি দেখে আমার গোবরপূর্ন মস্তিষ্ক দিয়ে রাজনীতি উপলব্ধি করার চেষ্টা করেছি।
আমি বিখ্যাত নই,তাই আমার লিখাগুলো বিখ্যাত মনীষীর ছায়া মাড়ানোর দুঃসাহস দেখাতে ভয়ে চুপসে যায়!
উপরের দশটি বচন(অখ্যাতদের লিখাগুলোকে উক্তি না বলা ভাল) আমার ব্যক্তিগত ধ্যান-ধারনা থেকে অখ্যাতভাবেই লিখা!!
কোনো দার্শনিক,কিংবা মনীষীর সাথে মিলে নিতান্তই কাকতালীয় এবং এটা আমার জন্য পরম সৌভাগ্যের।
কেননা কোন না কোন দার্শনিকের চিন্তা-চেতনা আমার মতই অখ্যাত ছিল।
বিঃদ্রঃরাজনৈতিক ব্যক্তিবর্গ আমার অখ্যাত লিখায় মনে কষ্ট নিয়ে মন কলুষিত না করাই উত্তম।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০