কিছু মানুষ খুব আপন হয়।
খুব খুব।
কিন্তু বিধাতা কোনো এক নিয়মে সেই মানুষগুলোর সাথে রক্তের প্রবাহটা মিলিয়ে দেন না।কেন দেন না তা বুঝা দুষ্কর,হয়তো দুনিয়ার রঙ্গমঞ্চে কে কাকে কতটা আপন করতে পারে তার রঙ্গীন খেলা দেখতেই।
আপন মানুষগুলো এমনই।ঘোর বিপদেও প্রিয়জনের আর্তচিত্কারে জীবন বাজি রাখতে প্রস্তুত।
রক্তের বাধন থাকলে তো নিমিষেই জীবন দিয়ে দেয়,আর জীবনের স্রোতে খুজে পাওয়া আপন মানুষগুলোর জন্য জীবন বাজি রাখতে দুবার কি ভাববে?
অন্তত আমার মনে হয়না।
এখনো তার কনিষ্ট আঙ্গুল ধরে কোনো সময় হাটা হলো না,সামনা-সামনি আদুরে গলায় লজ্জামাখা ভাষায় মাথা নিচু করে বলা হলো না"দাদা,ভালবাসি"।
তবে অদৃশ্যেই বলে যাচ্ছি বারংবার।
সময়ে অসময়ে অনেক কিছু চেয়ে বসি।
ওদিকে তার চৈত্রের চৌচিরতা।
তবে প্রিয়জনগুলোকে "না" বলাটা তারা হয়তো শিখে নি।
তাইতো কিছু চাওয়া মাত্রই এক মুহুর্ত না ভেবেই বলে দেই"দুই-একদিন পর হয়ে যাবে"
কষ্টগুলো মাঝে অনিচ্ছা স্বত্ত্বেও ফুটে উঠে।
তবে আমরা ছোটগুলো যে অনেক বেশী স্বার্থপর।
তাদের কষ্টগুলিকে নিয়ে পাশবিকতায় মেতে উঠি।
এইটার নামও কি ভালবাসা হয়?
দাদা গুলো বুভুক্ষের মত ওই স্বার্থপরতায় ভালবাসায় খুজে নেয়।
আসলেই আপনজনগুলো এমনিই হয়।
মাঝে মাঝে বলি"ভালবাসি"।
এটা হয়তো নিতান্ত ছলনা।
তবে মাঝে মাঝে কথা বলতে গিয়ে ভাষা হারিয়ে ফেলি,কিছু চাইতে গিয়ে ভয়ে কাপি,ভালবাসি বলতে গিয়ে চোখে ঝাপসা দেখি. এরই নাম যদি ভালবাসা হয় তাহলে দাদা আমার ভালবাসাটা অপার আকাশে ডানা মেলবে।
যদি এর নাম ছলনায় হয় তাহলে আপনার ভালবাসার বিশালতায় এই ক্ষুদ্র স্বার্থপরকে আকড়ে রাখতে পারবেন না?
আমি এই স্বার্থপরতা মাখা ভালবাসাটা আজীবন দিয়ে যাব।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩