ফ্রান্স,
আমি যুদ্ধাপরাধীর বিচার সমর্থক করি তার মানে আমি আম্লিগ।
ভন্ডু,
আমি আম্লিগের আবাল সিস্টেমের বিরোধিতা করি তার মানে আমি বিনপি।
ওয়া!ওয়া!!ভালই তো!!
বাডি,
আমি শুক্রবারে বন্ধুর ধার করা পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যায়,মাঝে মাঝে বাবা-মায়ের বকাঝকায় ইবাদত করি তার মানে আমি জামাত।
তালি হবে!তালি হবে!
গাইজ,
আমি স্পিকার হাতে ফেলে দেশপ্রেম বলে গলা ফাটাই তার মানে আমি দেশপ্রেমিক।
আহ!!গর্বে গর্ভবতী হয়ে গেলাম।
দাদা,
যারা মুখে দেশপ্রেমের ফাকা বুলি আউড়ে কাজ করা থেকে নিরাপদ দূরত্বে থাকে আমি তাদের বিপক্ষে কথা বলতে চায় তার মানে আমি দেশাদ্রোহী।
শ্লা,তোর ফাসি হয় না ক্রে?
আমি ব্লগে ধর্ম ব্যবসায়ীদের চোখে আঙ্গুল দিয়ে দু-চার লাইন লিখি তার মানে আমি নাস্তিক।
কেও হারামির ইতিহাস চাপাতিতে শেষ করে দিস না কেন??
মাননীয় স্পিকার,
আমি যে নিরীহ ম্যাঙ্গুবার থুক্কু ম্যাঙ্গু পাবলিক তা প্রমাণ করার জন্য প্রতিনিয়ত মারা খেতে হবে??
আপনার যুক্তিতে কি এটাই আসে?
এটাই রাজনীতির সংঙ্গা?
যদি তাই হয় তাহলে আমার ভেতরের সব রাগ,ক্রোধ,ক্ষোভ উগরে দিয়ে থুথুর শেষ বিন্দুটি ছিটিয়ে আমার ভবিষ্যত দুয়ারে যবনিকা টানলাম।
আর প্রতিনিয়ত মারা খেয়েই নিজেকে সোনার বাংলার সাধারন নাগরিক প্রমানে প্রানান্তর চেষ্টা চালিয়ে যাব।।
ধন্যবাদ রাজনীতি,
তোমার এহেন নাটকের মুগ্ধতায় একেটি জোরালো হাততালি।।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭