চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ এর নির্যাতনে আহত বাংলাদেশি যুবক মারা গেছেন।
নিহত শাহজাহান আলী (২৫) শিবগঞ্জ উপজেলার শিংনগর গ্রামের ইউনুস আলীর ছেলে। মাসুদপুর সীমান্ত এলাকায় শনিবার তিনি নির্যাতনের শিকার হন বলে বিডিআর জানায়।
প্রায় দু'ঘণ্টা পিটুনির পর শুভপুর সীমান্তের বিএসএফ জওয়ানরা শাহজাহানকে সীমান্ত রেখার কাছে ফেলে যায়। তখণ বিআিরের সহায়তায় স্থানীয়রা শনিবার দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে রাত ১টার দিকে শাহজাহান মারা যায়। তার আত্মীয়রা লাশ রোববার ভোরে শিংনগরে নিয়ে যান।
শিবগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সাংবাদিকদের জানান, শাহজাহান শনিবার ভোর ৫টার দিকে বন্ধুদের সঙ্গে বেড়াতে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারত যাচ্ছিলেন। ওই সময় বিএসএফের ১৫১ মালদা ব্যাটালিয়নের শুভপুর ক্যাম্পের জওয়ানরা তাকে ধরে নিয়ে যায়।
শাহজাহানকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিডিআরের পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে বকর জানান।
গত বছর বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে ১৩ বাংলাদেশিকে গুলি অথবা নির্যাতন করে হত্যা এবং ১১ জনকে আহত করে। ওই বছর শুধু সেপ্টেম্বর মাসে বিএসএফ ৩ জনকে হত্যা ও ৬ জনকে আহত করে।
বিডিআর কর্মকর্তারা বলেন, বিএসএফ বিভিন্ন সময় নিরীহ মানুষকে হত্যা না করার নিশ্চয়তা দিয়েও বারবার তারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
মনাকষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, সীমান্তের কাছে বাংলাদেশি অনেক মানুষের জমি-জমা আছে। তারা জমি চাষ করতে যেতে ভয় পাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম