আমাদের জ্ঞানচর্চার অন্যতম মাধ্যম বর্তমানে ইন্টারনেট।আপনার যা জানার দরকার তা ইন্টারনেট এর দৌলতে খুব সহজেই তা জেনে নিতে পারেন।কিন্তু এটি এমন একটি জায়গা যেখানে যে কেউ যা ইচ্ছা লিখতে পারে।কেউ অজান্তেও ভূল তথ্য দিয়ে দিতে পারে।যার ফলে,তার থেকে জানা তথ্যটা আপনারও ভূল হবে।
আমি প্রথম থেকেই যা জানি নাহ,অথবা যা নতুন শুনেছি সেসব জিনিশ নিয়ে সাথেসাথে ঘাটাঘাটি করি।তবে,সর্বদা নিশ্চিত হওয়ার চেষ্টা করি,তথ্যটা সঠিক।তাই আমি,গুগল সার্চ দিয়ে ৩-৪টা পোর্টাল থেকে তথ্য নিই।
সম্প্রতি,এমন কিছু প্রশ্ন উত্তর পেয়েছি যা এক জায়গায় একরকম।এমন প্রশ্নের সঠিক উত্তর জানতেই,আপনার কাছে সাহায্য চাওয়া।
★বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি?
উত্তর:৫৭ অথবা ৫৮টি
ভারত থেকে ৫৪টি,মায়ানমার থেকে ৩
মোট ৫৭,তবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী "কুলিখ ও আত্রাই"। কিন্তু আত্রাই গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে।
এখন,যেখানে উত্তর দেয়া আছে ৫৮টি,সেখানে কি তারা কুলিখ নদীকে অন্তর্ভূত করেছে?কোন প্রতিযোগীতামূলক পরীক্ষায় উত্তর কোনটা দিবো?
৫৭নাকি ৫৮???
★বাংলাদেশে নদী কয়টি?
৭০০এর অধিক নাকি ২৭০এর কাছাকাছি?
সকল জায়গায় লেখা ৭০০এর অধিক তবে "পাউবো সংস্থা" বলছে ২৭০।কোনটা সঠিক???
★বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি?
এটি প্রায় সবাই জানি,
উত্তর:তাজিংডং বা বিজয়।
কিন্তু অনেক জায়গায়"সাকা হাফং" কে সর্বোচ্চ চূড়া বলা আছে।এমনকি যথেষ্ট যুক্তিও দেখানো হয়েছে(এসব যুক্তি আমি বুঝি নাহ)
কোনটি সঠিক?
সাকা হাফং নাকি তাজিংডং?
★বাংলাদেশের প্রশস্ত তম নদী কোনটি?
উত্তর:যমুনা নাকি মেঘনা?
★যমুনা ও বাঙালি নদী কোথায় মিলিত হয়েছে?
উত্তর:সিরাজগঞ্জ নাকি বগুড়া?
★কাজী নজরুল কোন কবিতার জন্য জেল খেটেছেন?
উত্তর:আনন্দময়ীর আগমনে নাকি প্রলয় শিখা?
অনেক জায়গায় দুটোই লেখা রয়েছে।তবে,বলা হচ্ছে প্রলয় শিখার জন্য প্রথমবার এবং আনন্দময়ীর আগমনে কবিতার জন্য দ্বিতীয়বার জেলে যান।কিন্তু আনন্দময়ীর আগমনে প্রলয় শিখার প্রায় ৭-৮বছর আগে প্রকাশ হয়েছে।ব্যাপারটা বুঝলাম নাহ।তার মানে কি,আনন্দময়ীর আগমনে কবিতা বের হওয়ার ৮-৯বছর পর তিনি এই কবিতার জন্য জেলে গিয়েছেন?
★পদ্মা নদী কোন জেলা দিয়া বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তর:রাজশাহী নাকি চাঁপাইনবাবগঞ্জ?
★সুফিয়া কামালের বিয়ে কত বছর বয়সে হয়েছে?
উত্তর:১৬নাকি ১৮
তার জন্ম ১৮৮০এবং বিয়ে ১৯৯৮তে।সে অনুযায়ী ১৮বছর।কিন্তু ৭০%মানুষ ষোল বছর বলেন।কেনো তা বলতে পারছি না।
★বাংলাদেশে/উপমহাদেশ এ রেল চালু হয় কবে এবং কে চালু করেন?
উত্তর:খুঁজে পাই নি।
উপমহাদেশ(ভারত পাকিস্তান)এর সাথেই কি বাংলায় রেল চালু হয় নাকি বাংলার দু-এক বছর আগে পরে চালু হয়?
★বাংলাদেশের ডাকটিকিট এর প্রথম ডিজাইনার কে?
উত্তর:বিমান মল্লিক,কে.জি মোস্তফা,নিতুন কুন্ড।
এরা সবাই এক এক ক্যাটাগরি তে প্রথম ডিজাইনার।যদি কেউ সরাসরি প্রশ্ন করে ডাকটিকিট এর প্রথম ডিজাইনার কে?
উত্তর কি দিবো?
★বাংলাদেশের সরকারী নোট কয়টি?
উত্তর:২টি নাকি ৩টি?
★★নাথান কমিশন কতজন সদস্য নিয়ে কত সালে গঠিত হয়?
উত্তর:১৩জন নাকি ১৪জন।(এটি সবচাইতে বেশি দ্বিধাদ্বন্দ্ব ফেলছে।উত্তর ফিফটি ফিফটি)
কত সালে এটি সঠিকভাবে জানিনা।
★★★বাংলাদেশের সীমারেখা কতটুকু?
উত্তর:৪৭১২নাকি ৫১৩৮?প্রায় ৪০০কিলো ডিফারেন্স কিভাবে হয়?
★ভারতের সাথে সীমানা কতটুকু?
উত্তর:৩৭১৫নাকি ৪১১৫?
★সমুদ্রসীমা কতটুকু?
উত্তর:৭১১নাকি ৭১৫নাকি ৭১৬?
★★★★★বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার কে?
উত্তর:শিবনারায়ণ দাস নাকি কামরুল হাসান?
শিবনারায়ণ দাস প্রথম কারিগর এবং কামরুল হাসান শুধু যুদ্ধের পর বৃত্তের ভেতর থেকে মানচিত্র উঠিয়ে দিয়েছেন।(আমার জানামতে)
এখন,কাকে বলা হবে বাংলাদেশের পতাকার রুপকার?
অথবা,বাংলাদেশের পতাকার রুপকার কে?
বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কে তৈরি করেন?
বাংলাদেশের পতাকার ডিজাইনার কে?
এসব প্রশ্ন কি অভিন্ন নাকি পার্থক্য রয়েছে?কখন কার নাম উল্লেখ করবো একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই জানা দরকার।
আমার কথা:এই প্রশ্নের উত্তর গুলো যদি নিশ্চিত দেন তাহলে উপকৃত হই।কারণ,আমি প্রশ্ন করেছি এই জন্য যে,আমি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আছি।
আগামীতে পারলে আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আসবো।আশা করি,উত্তর গুলো পাবো।
অগ্রিম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৩