আমি রাজনীতি তে সক্রিয় নই বললেই চলে।তাই বলে এই নয় যে,আমার রাজনীতি সম্পর্কে ধারণাও শুন্য।কিন্তু হ্যাঁ,বর্তমানে ছাত্ররাজনীতি নামে যা চলছে তা নিয়ে সন্দেহে পড়ছি সত্যিই আমি রাজনীতি সম্পর্কে বুঝি কিনা।
বর্তমানে ছাত্ররাজনীতি মানে কি সেটাই:যে,বুক ফুলিয়ে বলা আমি অমুক ভাইয়ের লোক।আমি করমু হামাহামি।কে আমারে কি করবো?পুলিশ আমার চ্যা** বা*।আমি ভেজাল করমু।ধরলেই ভাই,গিয়া আমারে ছোড়াইয়া আনবো।বন্ধুদের মাঝে আমিই লিডার,আমি যা বলমু তাই হবে কারণ আমি অমুক ভাইয়ের লোক।হুদাই,একটা ছেলেরে দিমু "দুচানি"।আমার পার্ট বেড়ে যাবে।এলাকার সবাই আমাকে ভয় পাবে।আমার উপরে বড় বড় লিডারদের চোখ পড়বে।আমি একটা পদ পেয়ে যাবো।এরপর,আমি কার, কে আমার।সাথের কেউ আমার বিরোধিতা করলেই তার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করমু।পারলে সাথে দু-এক ঘা লাগিয়ে দিলাম।সমস্যা কি,আমি পলিটিকাল লিডার।আপনার কোন বন্ধু ভেজাল করছে?যার সাথে করলো তাকে গিয়েই দিয়ে দিলেন কয়েকটা।আর সেই চিরাচরিত ডায়ালগ
:তুই আমারে চিনোস?আমি এই,আমি সেই।
কোন মেলা হোক কিছু হোক,আমারে চাঁদা না দিলে আমি মেলা বন্ধ করে দিব।অথবা আমার টিকিট লাগবে না,কারণ আমি নেতা।রাস্তাঘাটে রিক্সায় উঠলেন:রিক্সাওয়ালা ভাড়া চাইলো,ধমক দিয়ে উঠলেন।১০টাকা চাইলে ৫টাকা দিলেন।ছোট একটা ঘটনাকে ইস্যু বানিয়ে বড় রকমের ঝামেলা করলেই আপনি আলোচিত।আর আলোচিত মানেই দুই পক্ষের দোটানায় পড়া।
এই না হলে আপনি ভাইয়ের লোক?আপনাকেই খুঁজছে পরবর্তী প্রজন্ম যারা এখনো ছোট কিন্তু রাজনীতিতে সক্রিয় হবার আশা রাখে।
আপনি ভুল করছেন,জেলে গেছেন।আপনার ভাই আছে তাই আপনি ছাড়া পেয়ে গেলেন।আর অন্য একজনের ভাই নেই,সে জেলে পঁচে মরলো।
বাহ,বাংলার সংবিধান। স্যালুট তোমায়।
"আইন সবার জন্য সমান"আমার মনে হয় এই উদ্ধৃতি টা পরের প্রজন্ম ভুলেই যাবে।তারা তথাকথিত বড় ভাইয়ের নিকট দৌড়াতে থাকবে যদি আবার কোন বিপদে পড়ে যাই।
আজকাল তো আমাদের বয়সী ছেলেদেরকেই বড় ভয় লাগে,কারণ এরাই তথাকথিত বড় ভাইয়ের ৮০%ভাগ সমর্থক।না জানি,এদের কারো সাথে তর্কে জড়িয়ে বড় ভাইয়ের ঝাঁড়ি খেতে হয়।
কিন্তু এই রাজনীতিবিদ(মাইরালা)তারা এমন রাজনীতিবিদ যে,এদের কে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জিজ্ঞেস করলেও ৮০%রাজনীতিবিদ :p হাঁ করে তাকিয়ে থাকবে।আমি এটা বলছি না যে,লোকাল ভাইয়ের সমর্থক হতে হলে এগুলো জানা জরুরী
আমার কথা হইলো আপনাদের কাছে রাজনীতির মানে টা কি?আমার মনে হয়,আমি অমুক ভাইয়ের সাথে চলি,অথবা আজকে বিরোধী দলের একজনকে দুচলাম এটাই আপনাদের কাছে রাজনীতির অর্থ।
যাই হোক,আপনারা রাজনীতি করেন কে মানা করে?কিন্তু আমাদের মত মামুলী মানুষদের সাথে দুচাদুচি করতে আসেন কোন সুখে?
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি :::
”আমলা যখন গরীব সমাজের উপর অত্যাচার-নির্যাতন করে, সরকার তখন নাক ডেকে ঘুমায়, জনগণ দূর থেকে দাড়িয়ে দাড়িয়ে দেখে আর ভবিষ্যৎ প্রযন্ম তখন নোংরা পৃথিবীতে বাস করে”
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৫