আলোর মশাল জ্বেলে ঢেকে দিতে চেয়েছি যাবতীয় অপ্রতিসম আঁধার,
চেয়েছি মাথার উপর ঝুলে থাকা আকাশটাতে আরেকটু গাঢ় নীল,
নিষ্প্রাণ নগরীর বিবর্ণ বুকে দেখতে চেয়েছি সবুজের অদম্য প্রতিবাদ,
চেয়েছি পাখিদের অর্কেস্ট্রায় বৈকালিক বাতাসের যৌথ সিম্ফনি;
চেয়েছি একরোখা স্রোতস্বিনীর অভিমান ভাঙ্গিয়ে
কিছুটা সময় তাকে পাশে বসাই, গল্প করি
দু’টো সুখ-দুঃখের কথা কই।
চেয়েছি আড়মোড়া ভাঙ্গা ঘাসের বুকে গ্রাম্য ষোড়শীর নগ্ন পদচ্ছাপ,
চেয়েছি নিদ্রামগ্ন রাজপথের সব ক্লান্তি কুঁড়িয়ে লেখা একটা অসম্পূর্ণ কবিতা।
রিকশার হুডে পর্দার আড়ালে অসুস্থ দৃশ্যাবলীর বায়োস্কোপ আমি চাইনি,
চাইনি কলংকিত ভালোবাসার দুর্গন্ধযুক্ত ডাস্টবিন-
অনুভূতির কালো বিড়াল মরে পড়ে আছে যেখানে…
চাইনি কেবল রক্ত-মাংসের কোন সুন্দর বিপরীত অবয়ব,
প্লাস্টিকের হাসি, আদিমতম স্পর্শ…
একটি হৃদয় শুধু চেয়েছিলাম-
স্বচ্ছ জল
আর্দ্র কাদার মত সরল কোমল-
যাকে মনের মত প্রতীমা করে গড়ে নেওয়া যায়,
যার পূজো করা যায় অহর্নিশ…