"মন খারাপের রাণী"
মন খারাপের রাণী,
তুই তাকা একটু ফিরে,
সূর্যটা তোকে বলবে কিছু
আকাশের বুক চিরে,
তুই যাসনে অমন করে…
তুই দেখনা একটু ফিরে,
মনের ভিতর দুঃখ পোষে
যাসনে আজ উড়ে,
দেখ সাত-রঙা এক নৌকো বাঁধা
ময়ূরাক্ষীর তীরে,
তুই তাকা বারেক ফিরে…
ওগো দুঃখ পসারিণী,
একটু দুঃখ দে কিনি,
আর কতকাল অশ্রু বেচবি আধাঁর রজনীরে-
সস্তা পানির দরে,
আমার হৃদয় যে যায় জ্বলে;
তুই অশ্রুগুলো মালা গেঁথে রাখিস আমার তরে,
আমি সাজাবো থরে থরে…
আজ ফাগুন দিনের মাতাল করা
পুষ্প অনলে পুড়ে,
তুই ছাই হয়ে যা উড়ে।
আজ বসন্তের এই শুভক্ষণে ফুল পাপড়ির সনে,
তুই একটু হেসে বৃষ্টি নামা বিষাদ বিহনে…
তুই প্রজাপতির ডানায় একটু পদ্য মেখে যা,
তুই পাতায় পাতায় সবুজ দিনের স্বপ্ন এঁকে যা।
(প্র্যাক্টিকাল সার্ভেয়িং নামক যন্ত্রণার কারণে এতদিন ব্লগে আসতে পারিনি, তাই বসন্তের কবিতা দিতে দেরি হয়ে গেল।)
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৩