স্বপ্ন দেখায় আমার খুব বেশী ভয়!
যদি স্বপ্নগুলো ভেংগে যায়-
এমন আতংকে স্বপ্ন দেখিনা।
তাই জীবনের গল্পটা হয়
বিবর্ন আর ধূসর।
সাদা কিংবা লাল ফুলগুলো
ছিড়ে ফেলতেই বেশি ভাল লাগে।
চোখে ভেসে থাকা হতাশাগুলো
হাসির আড়ালে রাখতে রাখতে
আজকাল বড় ক্লান্ত হয়ে গিয়েছি।
আজ মিথ্যে দিয়ে গড়া পেখমটা
খুলে ফেলে দিতে ইচ্ছে জাগছে।
মুখোশের আড়ালে থাকা মানুষটাকে
সবার সামনে নিয়ে আসতে চায় এই মন।
জীবনকে এখন ইচ্ছে করে সহস্র
লাল-সাদা ফুলের মালায় গেথে ফেলতে!