১
আমার শুধু তোমার নাম মনে পরে,
আমার মনে শুধু তোমারি বিরহ ভর করে।
আমি শুধু তোমার নাম বলি জনে জনে,
কে জানে ঠিকানা তোমার, কে বা জানে?
আমি বলি সেই নাম- নিঠুর দরদিয়া।
ঘুরি দুলালী গ্রাম, লোহাকুচি,
মালদা‘র বাঁকে বাঁকে।
জানে ফুল, পাখি, ঢেউ, বাউরী বাতাস,
আমি গাই বেদনার সুর ঐ নামে।
২
জেনে যাক দুলালী, মনোহর বাসী,
জেনে যাক বয়ে যাওয়া ফুলকুমার, মালদা নদী।
জেনে যাক গাঁয়ের সব ফুল, পাখি,
জেনে যাক সেই পথ, সবুজ ধানের ক্ষেত।
মেঘবালিকা, তোমার আমার প্রেম,
ব্যাথা-বিরহের অমর কবিতা।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০১