আমারে দিবানি সখি কালোপক্ষী আন্ধারের মায়া?
পরানের পাটাতন পাতি দিব শর্তহীন মনে
দেখাব কেমন মাতে জোনাকিরা ঘাগরার বনে
তোমারে উড়াবো সখি যাদুকর চাদর বিছায়া।।
আজন্ম পুষে রাখা মন পাখি, চন্দনের ঘ্রাণ
তোমার দাওয়ার পাশে গড়ি নেয় বাতাসের ঘর
ফকীরির সাধ ছাড়ি নাচি উঠে অবুঝ পরান
সমান ঢেউ কি সখি জাগেনাই তোমারও ভিতর?
তোমারও কি মনে জাগে যে আবেগ জন্মের অতীত?
লাউয়ের ডগার মত তোমারও কি মায়া বাড়ে রোজ?
অলখে যে কথা বলে তুমিও কি পাও তার ইথারের খোঁজ?
অচীন পাখির সুরে তোমারও কি নড়ে ওঠে পরাণের ভীত?
--------------------মাঈন উদ্দিন ফিরোজ (১১.০৪.২০১৫)