বাঙালীর না নাচলে ভাতও হজম হয়না, হাগুও ক্লিয়ার হয়না। খেলার মাঠে পতাকা ওড়ানোর মত একটা তুচ্ছ ঘটনা নিয়ে দিনের পর দিন নাচতে নাচতে আকাশ মাটি একাকার অবস্থা।
পীযুস ব্যানার্জি একজন অত্যন্ত সজ্জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আপনাদের লাফালাফির ছিরি দেখলে মনে হয় তাকে অপমান করাই একমাত্র উদ্দেশ্য। হয়তো তার সনাতন ধর্মাবলম্বী হওয়াটাই কারো কারো গা জ্বলার কারণ। মালাউনকে এক হাত দেখে নেয়ার এ সুযোগ হেলায় হাতছাড়া করছেননা। একজন দর্শক কোন একটা দেশের ক্রিকেট দলকে সাপোর্ট দিতে গিয়ে সে দেশের পতাকা প্রদর্শন করেছেন। এতে কী এমন হয়েছে? কিন্তু অতিউৎসাহীদের হৈ হৈ রৈ রৈ দেখে মনে হয় দেশের সার্বভৌমত্বই বুঝি বিক্রি হয়ে গেছে। কই, ব্রাজিল- আর্জেন্টিনার পতাকা দিনের পর দিন সারা দেশে উড়লেও দেখি কারো কনামাত্র ভাবান্তর হয়না। আসল কথা হল হিন্দু, ভারত এসব শব্দকে সহজভাবে নেয়ার মত কলিজা এখনো অনেকেরই তৈরি হয়নি। হয়তোবা মনের গহীনে লুকিয়ে থাকা পাকিস্তান প্রীতির একটু ভিন্ন ধাঁচের বহি:প্রকাশ।
ভদ্রলোকের মত সবাই আঈনের দোহায় দিচ্ছে। আপনার যদি মনে হয় আঈন লঙ্ঘন হয়েছে, তবে আদালতে যান। খামোখা সামাজিক সাইটগুলোর জায়গা নষ্ট করছেন কেন? সেটাতো করবেননা। আঈনের প্রতি ভালবাসা দেখাবেন, আদালত পর্যন্ত যেতে পারবেননা; আপনাদের এ ভালবাসা বেশ বুঝি। এসবতো আঈনের প্রতি ভালবাসা নয়, তলে তলে অন্য কোন ভালবাসা।
এসব ভালবাসার সময় পার হয়ে গেছে। যাদেরকে মালাউন বলে গালি দিয়ে তৃপ্তি পান, এদেশে এখন তাদেরও মন খুলে চলার অধিকার আছে। আপনার পছন্দ না হয়, প আদ্যক্ষরের কোন দেশে চলে যেতে পারেন। সেখানে আপনার জন্য আছে ইচ্ছেমতো মালাউনকে আর ভারতকে গালি দিয়ে দিয়ে নাচার স্বাধীনতা এবং অবারিত সুযোগ।