অনেকটা ক্লান্ত। কিছুটা বিরক্ত . আমি কে সেটা কোন গুরুত্তপুর্ন কিছু না। কোন পোস্ট এর উত্তর দিতে গেলে আগে নিজেকে বার বার কেন ডিফাইন করে নিতে হবে? বিশ্বজিত এর হত্যাকান্ড প্রতিবাদ করলে আমি জামাতি না , ফটিকছড়ি তে , কোরান এর আলো ঘরে ঘরে জ্বালো, স্লোগান দিতে দিতে, মানুষ মারায় ঘৃনা জানালে আমি আওয়ামী পন্থী নই! আমি মানুষ। মানবিক গুনাবলীর কারণে এখন লজ্জা ঘৃনা ভয় কাজ করে।
আমি প্রমান ছাড়া যেমন কোন কিছু "বিশ্বাস " করতে রাজি না . এমন না যে আমি আজ যা জানি কাল ভুল প্রমাণিত হবে না . কাল নতুন তথ্য প্রমানের আলোকে অবস্য সত্য কে মেনে নেব। কোন প্রকার "ডগমা" দিয়ে আমাকে ট্যাগ করতে চাই না। কোন "ডগমা" নির্ভুল নয়।
**ধর্ম ?
আমি মনে করি, ধর্ম কে পুরোহিত কুল , এবং পরবর্তী তে রাজ শক্তি বেবহার করেছে স্রেফ নিজেদের বেক্তিগত, বা গোষ্টিগত এজেন্ডা কে সামনে নিয়ে যেতে . মানুষ এর উপকার করা মূল লক্ষ্য কখনো নয়। আমি বলছি না , ধার্মিক মানুষ দিয়ে ভালো কাজ হয় নি, হয়েছে অনেক, কিন্তু ধর্ম দিয়ে নয় . পৃথিবীর অন্যতম দাতব্য সংস্থা(!) ক্যাথলিক চার্চ এর ইতিহাস একটু পড়লে বেপার টা পরিষ্কার হবে যে কারো কাছে। এক কনডম এর উপর ফতওয়া জারি করে, ক্যাথলিক চার্চ কোটি মানুষ কে নিশ্চিন্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। পৃথিবী জোড়া পাদ্রীদের শিশু ধর্ষণ এর ঘটনা চাপা দিতে নিরলস কাজ করে চলেছে ক্যাথলিক চার্চ প্রধান রা। যিশু যেখানে বাইবেল যে বলেছে ধন সম্পদ সব দান করে দিয়ে তার কাছে আসতে সেখানে পাদ্রীরা সোনার পাত লাগানো কাপড় আর সোনার মুকুট পরে ঘোরা ফিরা করে
কি কালাম পাঠালেন আমার সাই দয়াময়
যদি একই খোদার হয় রচনা, তাতে তো ভিন্ন থাকেনা !
মানুষের সকল রচনা , তাই তে ভিন্ন হয় ...
**আচ্ছা ধর্ম না থাকলে আপনি ঠিক বেঠিক কি দিয়ে বোঝেন .
ঠিক বেঠিক যদি বই পরে বুঝতে হয় রে ভাই ... মনে করেন এক দ্বীপ বাসী, কখন ধর্ম সম্পর্কে কোন পাদ্রী, বা পুরোহিত এর কাছ থেকে কিছু শুনে নি . সে কি জানে না মিথ্যা বলা খারাপ ? বা মানুষ হত্যা, ধর্ষণ করা খারাপ ?
**ধর্ম না থাকলে তো মানুষ এর কোন দায়বদ্ধতা থাকবে না , যখন তখন হত্যা ধর্ষণ করবে। ঘুষ খাবে . চুরি করবে .
হা ভাই কথা তা ঠিক(!) , আমি ধর্ষণ করছি আমার যত গুলা মন চায় কত গুলা সে সংখা টা ? শুন্য , কারণ আমি শূন্য ধর্ষণ করতে চাই . খুন করেছি কয়টা? শূন্য . কারণ আমি শূন্য খুন করতে চাই .ধার্মিক লোক কি , খোদা দেখবে বলে খুন, ধর্ষণ , ঘুষ খাওয়া থেকে বিরত আছে? না নাই, বাংলাদেশ য়ে সবাই ধার্মিক . কিছু তো থেমে নাই। উল্টা ধর্মের নাম অপরাধ করা আরো সোজা, কারণ যে করছে সে মনে করছে তার ধর্ম তার পক্ষে আছে . যেমন ১৯৭১ জামাত ইসলামী বাংলাদেশ , মানব ইতিহাস এর জঘন্য এক হত্যাকান্ড সহযোগিতা সমর্থন করে গেছে . জামাত মনে করেছে তারা ইসলাম রক্ষা করছে . হিটলার কে সাপোর্ট দিয়ে গেছে কাথলিক চার্চ ইহুদি নিধন য়ে ধর্মের নাম য়ে . জর্জ বুশ খোদার নাম নিয়ে , খোদা তাকে স্বপ্নে নির্দেশ দিয়েছে বলে ইরাক /আফগান যুদ্ধ শুরু করেছে(মূল লক্ষ্য যদিও তেল ) । লাদেন রা বোম মেরেছে খোদার নাম য়ে . খোদা একটা ঢাল স্রেফ নষ্টামি জায়েজ করার জন্য।
** ভাই আপনে কিছু প্রমান ছাড়া বিসসাস করেন না , আপনে কি তাহলে আপনার পিতার পরিচয় নিয়ে সন্দেহে আছেন? জারজ নিশ্চয় আপনে ?
ভাই আমার পিতার "সত্যিকার" এর পরিচয় কোন গুরুত্বপূর্ন কিছু না পৃথিবীর . যদিও প্রশ্ন টা প্রি ডিএনএ টেস্টিং যুগের। ডিএনএ টেস্ট আসর পর এই প্রশ্ন টা আর করতে পারে না মোল্লা রা . উত্তর টা আমি ডিএনএ দিয়ে দেই না যদিও । কারণ টা সার্বজনীন . আমার পিতার আদর, মমতা ভালবাসা যে মানুষ টি দিয়েছে সেই আমার "সত্য" পিতা। কার রক্ত আমার শরীরে তা কোন গুরুত্বপূর্ন কিছু না . আমি যদি ধর্ষিতা নারীর সন্তান হই, আমার পিতার পরিচয় যদি নাও থাকে, যে বেক্তি আমার মা কে ভালোবেসেছে বা যে দুই জন নর নারীর ভালবাসায় আমি বড় হয়েছি তারাই আমার পিতা মাতা। মনে করেন আপনাকে যদি হসপিটালে পাল্টে দেয়া হত, আপনার বাবা মা কি আপনাকে কম ভালবাসত? এখানেও দেখেন ধর্মের সাথে সংঘর্ষ চলে আসে, ইসলাম য়ে পালক পুত্র কে পুত্রের মর্যাদা দেয়া হয় নি . কিন্তু দেখেন অমুসলিম কত মানুষ কি পরম মমতায় এতিম বাচ্চা গুলা কে নিয়ে নিজের ছেলে মেয়ের মতন বড় করছে কোন প্রেজুডিস ছাড়া।
*হিন্দু ধর্ম নিয়ে কিছু লেখেন না কেন ? আপনে নিশ্চয় হিন্দু
হিন্দু ধর্ম নিয়ে কিছু জানি না রে ভাই . কোরান হাদিস পড়তে পড়তে বড় হইলাম। হিন্দু ধর্মের জ্ঞান রামায়ন , মহাভারত পর্যন্তই . এগুলা পড়ে , মিথলজির চেয়ে বেশি কিসু মনে হয় নাই। আপনি যদি জিব্রাইল এর ৬০ হাজার ডানা কল্পনা করতে পারেন, তাইলে কালীর দশ হাতে কি সমস্যা ? সমস্যা একটাই , দুইটাই সন্দেহজনক স্কেপ্তিক মাইন্ড এর কাসে .
*ইসলাম হল শান্তির ধর্ম .
ভাই ইসলাম এর শান্তি ঠিক কোন জায়গায় পাওয়া যাচ্ছে একটু দেখায়ে দেন , ওখানে চলে যাই। এই হানাহানি আর ভালো লাগে না . যেখানে দু দন্ড শান্তি মিলবে ঐখানে যেতে চাই রে ভাই। কেচাল করতে ভালো লাগে না ,
*ইসলাম নিয়ে আপনার এত প্রশ্ন থাকলে কোন আলেম রে জিগান, ব্লগ য়ে জিগান কেন ?
ব্লগ লিখি কারো মানসিকতা পরিবর্তন করতে নয়। লিখি সমমনা দের জানাতে যে পাশে আছি। কারণ আমি জানি যখন আমার মনে প্রাথমিক প্রশ্ন জাগে , আমি নিজে কতটা ভীত সংকিত ছিলাম। রাতের পর রাত জেগেছি, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও বলে। আমার হৃদয় সিল মোহর করে দিও না বলে বলে .
* হাউ দিদ ইউ ফল ফর্ম গ্রেস(!) ?
বাইবেল থেকে . ওল্ড টেস্টামেন্ট পড়তে পড়তে দেখলাম , সম্পুর্ন গোজামিল দেয়া, মিথ্যা তথ্যে ভরপুর একটা গ্রন্থ . নুহ এর নৌকায় এসে মোটা মোটি বুঝলাম , কিসের ভিতর কি . ওল্ড টেস্টামেন্ট এর য়াওহের মত হাস্যকর চরিত্র কম আছে . তখন প্রশ্ন জাগলো ওল্ড টেস্টামেন্ট থেকে বের হওয়া তিন টি ধর্ম নিয়ে .ব্রোঞ্জ যুগে লেখা ওল্ড টেস্টামেন্ট এর নীতি বোধ যেমন ২০১৩ তে অচল মানেন তো ? যেমন শিশু পিতা মাতার কথা না শুনলে তাকে শহরের বাইরে নিয়ে গিয়ে পাথরের উপর ছুড়ে মারো
*ধর্ম নৈতিকতা শিক্ষা দেয় . ধর্মের প্রয়োজন আছে।
ধর্ম নৈতিক শিক্ষা দেয় না। একটা উদাহরণ দেখুন মনে করুন একটি বিধর্মী কিশোরী কে ধর্ষণ এর পর মেরে ফেলল একজন "ধার্মিক বা আস্তিক" আব্রাহামিক ধর্ম বেবস্থা অনুযায়ী, একটি নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করে ধর্ষক খুনি, বেহেস্ত বা সর্গে চলে যাবে অনন্তকাল এর জন্য। আর "বিধর্মী" কিশোরী সাথে সাথে জাহান্নাম বা নরক এর আগুনে পুড়বে , কারণ সে "ভুল" ইশ্বর এর ওরধনা করতো ! মৃত্যুর সময় হয়ত সে "ভুল" ইশ্বর কে ডেকেছে। এটা নৈতিক বেবস্থা নয় যেকোন মানদন্ডে। অনন্তকাল এর জন্য !
পরকাল এর শাস্তির ভয় মানুষ কে পাপ বা অন্যায় থেকে দুরে রাখতে পারে না . উল্টা মানুষ কে ক্ষমা , বা তৌবা নামক জটিল এক সিস্টেম এর মাধ্যমে জেল ফ্রি কার্ড দেয়া হয়।
ন্যায় অন্যায় বুঝতে যদি না পারেন বই ছাড়া তাহলে দুঃখিত আপনি ধর্ম না , ইন্টেলিজেন্স এর অভাবে ভুগছেন।
(চলবে. )
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৯