বাংলাদেশ ফুটবল টিম এক কালে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন এর মত টিমকে হারিয়েছিল। সাথে জিতেছে একটি কাপ 'ডানা কাপ'। যেটা ডেনমার্কে অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে।
খুব সম্ভবত এটি অনুর্দ্ধ ১২ দের একটি প্রতিযোগিতা। ফাইনালে বাংলাদেশ
খেলেছিলো ব্রাজিলের সাথে এই টুর্নামেন্টে। সেই টিমে রোলানদিনহোও ছিলো। গর্ব করার মত একটা ইতিহাস।
ব্যাপারটির শুরু হয়েছিলো এরশাদের হাত ধরেই। আশির দশকে তিনি দেশে বি.কে.এস.পি. নামক একটি ক্রিয়া প্রতিষ্ঠান তৈরি করলেন। খেলা প্রিয় এই রোমান্টিক মানুষটি ডানা গোথিয়া কাপে বি.কে.এস.পি. থেকে একটি ফুটবল টিম পাঠালেন।
এরপর তৈরি হলো সেই অবিশ্বাস্য ইতিহাস। প্রতিদিন পত্রিকায় খবর আসতে থাকলো বাংলাদেশ ১৩-০ ব্রাজিল, বাংলাদেশ ১০-০ আর্জেন্টিনা, বাংলাদেশ ১১-১ সুইডেন। পুরাই যা তা অবস্থা। ফাইনালে ম্যাচ এ ব্রাজিলকে হারিয়ে দেশে ফিরলো অনুর্দ্ধ ১২ ফুটবল টিম। আর রওশন এরশাদ এয়ারপোর্টে গেলেন তাদের বরন করতে।