হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে। এরাই ঠিক করে এই পৃথিবী কয় ভাগে ভাগ হবে, কোন ভাগে কে থাকবে, কে সীমান্তের এপাশে থাকবে আর কে ওপাশে থাকবে। কষ্ট হয়, যখন দেখি মানবতারর পথে ডাক দিয়ে এরাই হিসাব-নিকাশের খাতা খুলে বসে।
এই পৃথিবী ভালবাসে ধ্বংস হয়নি। ধ্বংস হইছে ঘৃণা করে, অবহেলা করে, ভেদাভেদ করে।
একজন বাবা তার সন্তানকে তখনই পানিতে ভাসায়, যখন তার পায়ের মাটি অনিরাপদ হয়ে যায়। আফসোস, আজকে আমরা এতোটা বিকলাঙ্গ হয়ে গেছি যে এক বাবা অন্য বাবা'র চিৎকার শুনতে অসম্মতি জানায়।
আসেন ভালবাসার সীমান্ত খুলে দিয়ে আমাদের মতোই দেখতে কারো না কারো ঐ সন্তানগুলাকে সাদরে গ্রহণ করি। আল্লাহ্ মঙ্গল করবে।