#নামাযের_উপকারীতাসমূহ ll
১। মন ভালো রাখে নামায,
২। টেনশন দূর করে নামায,
৩। মন পবিত্র করে নামায,
৪। মনুষত্ব শেখায় নামায,
৫। ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করে নামায,
৬। কল্যাণ বয়ে আনে নামায,
৭। প্রশান্তি বয়ে আনে নামায,
৮। খোদাভীতি বাড়ায় নামায,
৯। শারীরিক অনুশীলন শেখায় নামায,
১০। সময়ের সদ্য ব্যবহার শেখায় নামায,
১১। শৃংখলা শেখায় নামায,
১২। আনুগত্য শেখায় নামায,
১৩। খারাপ থেকে দুরে রাখেনামায,
১৪। আল্লাহর প্রতি অগ্রসরকরেনামায,
১৫। সবচেয়ে ভালো বন্ধু নামায।
আসুন সকলে নামাজের সাথে.
ইসলামের সাথে বন্ধুত্ব করি,
ইসলামের পথে চলি। আল্লাহ
তা'আলা আমাদের সকলকে ৫ ওয়াক্ত
নামাজ আদায়ের তৌফিক দান করুক।
আমীন
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ রাত ৮:৩০