রচনাঃ # লুঙ্গী
# জীবনে প্রথম
যেদিন লুঙ্গী পরে ঘুমাতে যাই
সকালে দেখি লুঙ্গী নাই ।
হায় ! হায় ! লুঙ্গী কই?
পরে পাইলাম খাটের নিচে ।
২য় দিন তাই হলো,
লুঙ্গী পরে ঘুমাইছি ঘুম
থেকে উটছি কিন্তু
চোখে কিছু দেখি না হায় ! হায় !
আমি চোখে দেখি না কেনো?
ভালো করে লক্ষ করলাম
চোখে না দেখার রহস্য উদঘাটন
করলাম ।
রহস্য হলো লুঙ্গীর
জন্য আমি দেখতে পাচ্ছিনা !
# লুঙ্গী একটি বিপদজ্জনক বাঙ্গালীর
পোশাক|
যদিও এটার ভেন্টিলেশন
সিস্টেম অত্যন্ত চমৎকার|
সুন্দর বায়ুপ্রবাহ ভিতরের
পরিবেশ ও জীবজন্তু কে সব
সময় ঠান্ডা ও প্রফুল্ল
রাখে। আবার অতিরিক্ত
বায়ুপ্রবাহ ভিতরের সবকিছু
সবার নজরে আসতে পারে।
তা অন্য সবার জন্য
একটা রোমাচ্ঞকর ব্যাপার হলেও
ভুক্তভোগির কাছে তা খুবই
লজ্জার ও অপমানজনক !
# কপাল
এবং লুঙ্গীর মধ্য মিল ও
অমিল দুটোই আছে|
# মিলঃ দুটোই যে কোনো সময়
খুলে যেতে পারে!!!
# অমিলঃ কপাল খুললে পৌষমাস
আর লুঙ্গী খুললে সর্বনাশ !
এই জন্যেই লুঙ্গীর গিট্টু
আমাদের সবাই সঠিক
ভাবে দিতে হবে ।:O আর
মনে রাখতে হবে একটি
দুর্ঘটনা সারা জীবনের
কান্না.....
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ রাত ১১:৩৩