আবু হুরায়রা (রাঃ) বলেন: রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন : এক মুসলমানের প্রতি অপর মুসলমানের ৬টি হক রয়েছে।
যথা-
১.যখন কোন মুসলিম অসুস্থ
হয়ে পড়ে তার সেবা করা,
২. মৃত্যুবরণ করলে দাফন - কাফনে উপস্থিত হওয়া,
৩. দাওয়াত দিলে তা গ্রহণ করা,
৪. সাক্ষাত হলে সালাম দেয়া,
৫. হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ
বললে ইয়ারহামুকাল্লাহ
বলা এবং
৬. উপস্থিত বা অনুপস্তিত সকল অবস্থায় মুসলিমের মঙ্গল কামনা করা।
(নাসায়ী ও বুখারী)
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ রাত ৮:২৯