ব্যর্থতায় সফলতা বিদ্যমান
**************
.
কথিত আছে, বৈদ্যুতিক বাতি
আবিষ্কারের সময় এডিসন ১০ হাজার
বার
ব্যর্থ হয়ে ছিলেন।
_এক বন্ধু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন
করেছিল, এত ব্যর্থ হবার পরেও তোমার
চেষ্টা চালিয়ে যাবার অর্থ কি?
_এডিসন অধিকতর আশ্চার্য হয়ে
বলেছিলেন, 'কে বলল যে আমি ব্যর্থ
হয়েছি? বরং দশ হাজারটা পথ
আবিষ্কার
করতে সক্ষম হয়েছি। কোন পথে গেলে
কাজ হবে তা আমার সামনে স্পষ্ট হয়ে
গেছে। এখন কটা পথই বা বাকি আছে?
তাদের কোন একটাতে কাজ হতেই হবে।
.
"সফলতা আর্জন করা কোন সাধারণ
ব্যপার নয়।
কেউ বড় গাছে উঠার জন্য নিচে
দাঁড়িয়ে থাকলেই যে গাছ তাকে
টেনে উপরে তুলবে এরকম কোথাও
ঘটেনি, আর ঘটবেওনা।
সফলতা আর্জন করতে হলে তাকে
বিভিন্না ভাবে গাছে উঠার চেষ্টা
করতে হবে তবেই গাছে উঠতে পারবে।
.
সফলতা আলাদিনের প্রদীপের মতও না।
আপনি প্রদীপ ঘষা দিলে আর অমনি
চেরাগের জ্বীন এসে বলবে, কী চাই
জাহাপানা?
.
সফলতা আর্জন করতে গেলে অবশ্যই
পরিশ্রম করতে হবে।
ব্যর্থতা আসবে তাই বলে থেমে
গেলে চলবে না।
.
মনে করেন সাঁতার শিখতে চাচ্ছেন,
কিন্তু পুকুরে নামছেন না তাহলে
কি করে সাঁতার শিখবেন?
.
যারা ব্যর্থতা থেকে অনুপ্রেরণা
নেয়া দূরে থাকে, ব্যর্থ হওয়ার
আশঙ্খায় শুরুতেই ঝিমিয়ে পড়ে,
তাদের সফলতা আশা করাটা বোকামি
ছাড়া আর কিছুই না।
.
সাফল্য অর্জন করতে হলে
দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করতে
হবে।
মনে রাখবেন জীবনে সফল হওয়াটা
কোন
কাকতালীয় ব্যাপার না। অক্লান্ত
পরিশ্রমের ফল হচ্ছে সাফল্য।
.
সফলতার প্রথম শর্ত হলো লক্ষ্য
স্থির করা। লক্ষ্য ঠিক রাখতে হবে
তবেই সফলতা আসবে।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭