® গর্ভবতী মায়েদের করনীয় ®
"""""""""""""""""""""""""""""""""""""""""""
এই পোষ্টটি গর্ভবতী মহিলাদের
জন্য:
সন্তান গর্ভে ধারণের ১ম, ২য় ও
৩য়
মাসে
গর্ভবতী মহিলা সূরা লোকমান ও
সূরা
ইনশিক্বাক পড়ুন। ৪র্থ , ৫ম ও ৬ষ্ঠ
মাসে
সূরা ইউসুফ ও আল ইমরান পড়ুন।
আর
৭ম, ৮ম ও ৯ম মাসে সূরা মারইয়াম
ও সূরা
মুহাম্মাদ পড়ুন। সূরা লোকমান
পড়লে
গর্ভের সন্তান জ্ঞানী, তীক্ষ্ণ
বুদ্ধি ও হেকমত ওয়ালা হয়। সূরা
ইনশিক্বাক পড়লে গর্ভের সন্তান
সকল প্রকার ক্ষতি থেকে
নিরাপদ
থাকে।
সূরা ইউসুফ পড়লে গর্ভের
সন্তানের রুহানী ও জিসমানী
উভয়
দিক সুন্দর হয়। সূরা আল ইমরান
পড়লে
গর্ভের সন্তান দ্বীনের পথে
আহবানকারী হয়। সূরা মারইয়াম
পড়লে
গর্ভের সন্তান পরহেজগার ও
আল্লাহ ভীরু হয়। সূরা মুহাম্মাদ
পড়লে গর্ভের সন্তান সুন্দর
চরিত্রের অধিকারী হয়।
এছাড়াও
সন্তান গর্ভে
থাকাকালীন মায়েদের উচিত
বেশী বেশী কোরআনুল
কারীম তিলাওয়াত করা,
নিয়মিত নামায আদায় করা ও
ধর্মীয় বই
পড়া। কারণ, এসময়ে মায়েরা যে
কাজ
গুলো করে থাকেন, সন্তানের
আচরণের উপর তার প্রভাব পড়ে।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ রাত ১০:৩৮