আবূ হুরাইরাহ রা. থেকেই বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বলেন, “যে ব্যক্তি
সুন্দরভাবে ওযু করল, অতঃপর জুম্মা
পড়তে এল এবং মনোযোগ সহকারে
খুতবাহ শুনল, সে ব্যক্তির এই জুম্মা ও
(আগামী) জুম্মার মধ্যেকার এবং
অতিরিক্ত আরো তিন দিনের (ছোট)
পাপসমূহ মাফ করে দেয়া হল। আর যে
ব্যক্তি (খুতবাহ চলাকালীন সময়ে)
কাঁকর স্পর্শ করল, সে অনর্থক কর্ম
করল।” (অর্থাৎ, সে জুম্মার সওয়াব বরবাদ
করে দিল)।
মুসলিম ৫৮৭,
আবূ দাউদ ১০৫০,
ইবনু মাজাহ: ১০১০ ৷
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৭