মধ্যবিত্তের ছেলেগুলো ইচ্ছে করলেই১০-১২টা প্রেম করতে পারে না।আশেপাশের বন্ধুদের ফোনের ফিসফিসদেখতে দেখতে তাদির নিয়মিত রুটিন হয়ে যায়।দেখেও না দেখার ভ্যান ধরতে হয়।.মাস শেষ হলেই তাদের চোখের নিচেকালো দাগ হয়ে যায় (চিন্তায়)পরিবারের সদস্য সংখ্যা ৬জন বাবাএকা ইকামের রাস্তা ভাই,বোনের পড়ার খরচ,সংসার সামলানো, ছেলেটার ভারসিটির খরচ চালানো।অনেক কষ্ট করতে হয় মধ্যেবৃত্তের বাবাগুলোর।কষ্ট করে বাড়ি থেকে টাকা আনার আগেই পাশেরবন্ধুর থেকে ধার নিয়ে শেষ।,ধার করা টাকা, পত্রিকা বিল, পানির বিল, বাসা ভাড়া,বিল দিয়ে মাত্র ৩০০ টাকা হতে থাকে।.তার ভিতরে আবার জি.এফ কে ৪০-৫০ টাকা ফেক্সি দিতে হবে।নাদিলে এযুগের ছেলে বলে তাকে গ্রহন করতে পারবে না।.তখনই শুরু হয়ে যায়,অমুকের বয়ফেন্ডই ভালো, অমুক ভাইয়া ই ভালো ছিল,দৈনিক ঘুরতে নেয় প্রতিদিন ১০০ করে ফেক্সি দেয়।.তাদেরও ইচ্ছে করে অন্য সবার মতপ্রেম করতে, রাত জেগে প্রেমিকারসাথে কথা বলতে, প্রেমিকার রাগভাঙ্গাতে, বিশেষ কোনো দিনেআর সবার মত ভালবাসার মানুষটিকেনিয়ে ঘুরে বেড়াতে, প্রেমিকারহাঁসিমুখ খানা দেখতে মাঝে মধ্যেকিছু গিফট দিতে।.ইচ্ছে করলেইদেওয়ার মতো সামর্থ থাকে না।সবাই চায় তার জিএফকে খুশি রাখতে।.আর যদি কোনো ভাবে এই ছেলেগুলোর কোনো মেয়ের সাথে রিলেশনহয়েও যায়, সেই মেয়েটি কখনোই জানতেপারে না ছেলেটির মোবাইলেপ্রতিদিন এই ফ্লেক্সিলোডেরটাকাটা কোথা থেকে আসে, তাকেগিফট দেয়ার টাকা গুলো কিভাবেআসে।.হয়তো সেগুলো শুধুমাত্রছেলেটার খুব কাছের বন্ধু রা ইজানতে পারে। যখন তারা দেখেতারা সবাই বাসে বা রিক্সা করেভার্সিটিতে গেলেও ওই মধ্যবিত্তছেলেটি পায়ে হেঁটে যাচ্ছে। ভালোখাতাতে না লিখে সস্তা কাগজেলিখছে, কোনো কোনো দিন আবারসকালের খাবার টাও বন্ধ রাখছে।.এই ছেলেগুলোর ভালবাসায় কোনোখুঁত থাকে না। এত কষ্টের টাকায় দুইনাম্বারি ভালবাসা হয় না। এইছেলেগুলো প্রতারণা করতে জানে না।এই ছেলেগুলোর টাইম পাস বা দেহভোগের কোনো চিন্তাভাবনা থাকেনা। জীবনটা এদের কাছে আর সবারমত ছেলেখেলা বা সহজ না। জীবনটাতাদের কাছে অনেক কঠিন, অনেকসম্মানের।.এই ধরনের ছেলেগুলো যদি কারোজীবনে এসে থাকে, প্লিজ তাদেরহারিয়ে যেতে দেবেন না।ভালবাসাদিয়ে শক্ত করে আঁকড়ে ধরে রাখুন।আপনার জীবনে ভালবাসার অভাবহবে না।....পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী,শুধুমাত্র অকৃত্রিম ভালবাসাগুলোইচিরস্থায়ী।.
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪