এর চেয়ে বোধ হয় শৈশবের এই প্রশ্নও সহজ ছিল, আব্বুকে বেশি ভালোবাসো না আম্মুকে!
এর চেয়ে বোধ হয় সহজ নিজের লেখাগুলোর মধ্যে প্রিয় দশটার নাম বলা। (নিজের ভালো লেখাই তো দশটা হবে কিনা সন্দেহ ) এর চেয়ে সহজ তোমার দেখা দশ সবচেয়ে সুন্দরী রমণী, তোমার দেখা সবচেয়ে ভালো দশজন মানুষ, তোমার দেখা দশটা সবচেয়ে সুন্দর বৃষ্টি, দশটি সবচেয়ে সুন্দর জোছনা রাত, ঢের সহজ!
কিংবা কেউ যদি প্রশ্ন করে, যতবার প্রেমে পড়সো তার মধ্যে সেরা দশটা প্রেমের কথা বলো, তাও বোধ হয় এই প্রশ্নের চেয়ে কঠিন হবেনা। তাহলেও বোধ হয় কোনোরকমে ভাঙ্গাচোরা একটা তালিকা দাড় করিয়েই ফেলবো। দশটার জায়গায় হয়তো বিশটা থাকবে, নাহয় ত্রিশটা! কিন্তু তালিকা তো দাঁড়াবে!
কিন্তু সবচেয়ে প্রিয় দশটা বই ? অসম্ভব!
সেখানেও আবার একটা দ্বিধা আছে। তালিকা কি সৎ ভাবে করবো নাকি অনেকের মতো চিন্তাভাবনা করে করবো। কি কি বই এর নাম লিখলে ইন্টালেকচুয়াল হিসেবে নিজেকে প্রমাণ করা যাবে, পাঠক হিসেবে 'জাতে' ওঠা যাবে, অনেকের মতো কি এমন চিন্তাভাবনা করবো? নাকি নিজের জীবনে যেই বইগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সেগুলোর নামই লিখবো! কি বিরাট এক কনফিউশান!
সরলভাবে লিখলে একটা সমস্যা হতে পারে। আমি যে একজন ‘নিম্নস্তরের পাঠক’ তা সবাই টের পেয়ে যেতে পারে। উচ্চস্তর আর নিম্নস্তরের ব্যাপারটা ব্যাখ্যা করি। ভুল করেও যদি হুমায়ূন আহমেদের বই দুটোর বেশি চলে আসে তালিকায়, এর মানেই পাঠক হিসেবে জাতে ওঠা গেলোনা। সে সঙ্গে সঙ্গে একজন ‘সস্তা বিনোদনমুখী’ পাঠক হিসেবে প্রমানিত হলো! (বিদ্রুপার্থে বলা)
অতঃপর নিজের সাথে দীর্ঘ লড়াইয়ে সিদ্ধান্ত নিলাম, আমি যে একজন নিচুস্তরের পাঠক এটা জানাতে কোনোরকম শরম না করেই তালিকা প্রকাশ করে দেবো। তালিকায় বইয়ের সংখ্যা দশটার কিছু বেশি হয়ে গেছে, কেউ যদি এব্যপারে আপত্তি করে ফেলেন আমি তাকে সাথে সাথে শাস্তিস্বরূপ বিরাট মহাসমুদ্র থেকে দশটা ঝিনুক খুজে আনতে বলবো!
#ইস্টিশন (হুমায়ূন আহমেদ) – আমার পড়া প্রথম হুমায়ূন আহমেদের বই। এই এক উপন্যাস এক কিশোরের জগৎ বদলে দিল, ভাবনা বদলে দিল, বদলে দিল সবকিছু!
#বৃষ্টি_বিলাস (হুমায়ূন আহমেদ) – আমার পড়া অসাধারণতম ক্লাইমেক্সের মধ্যে একটি।
#তেঁতুল_বনে_জোছনা (হুমায়ূন আহমেদ) – “যে আমার জন্য দুফোটা চোখে জল ফেলেছে, আমি তাঁর জন্য জনম জনম কাদিব” এই দুই লাইন ভুলতে পারিনি কখনো। জীবন থেকে আলাদাও করতে পারিনি। যে আমার জন্য দুফোটা চোখে জল ফেলার কোথাও ভেবেছে, তাঁর জন্য জনম জনমের কান্না মেনে নিয়েছি সবসময়, এখনো নিয়ে যাচ্ছি।
#কৃষ্ণপক্ষ (হুমায়ূন আহমেদ) – কোনো এক প্রেমের উপন্যাস পড়ে এক কিশোর টানা পনেরোটা রাত ঘুমায়নি। ভাবা যায়?
#অপেক্ষা (হুমায়ূন আহমেদ) – দীর্ঘদিন আমার ধারনা ছিল হুমায়ূন আহমেদের সেরা উপন্যাস কৃষ্ণপক্ষ। অপেক্ষা সেই ধারণা বদলে দেয়। সুপ্রভা, আই স্টিল ক্রাই ফর ইউ!
#আমিই_মিসির_আলি (হুমায়ূন আহমেদ) – কি ভয়াবহ ঘোরের মধ্যে কেটেছে উপন্যাস পড়ার পরের কয়েকদিন। কজনকে যে পড়িয়েছিলাম ঠিক নেই। সুলতানের চরিত্রটা এখনো দাগ কেটে আছে ভয়ানকভাবে।
#মরণজয়ী – (নসীম হিজাযী) (উর্দু নাম-দাস্তানে মুজাহিদ, অনুবাদ- সৈয়দ আবদুল মান্নান) – হিজরী পয়ত্রিশ থেকে পচাত্তর হিজরী পর্যন্ত আরবের প্রেক্ষাপট নিয়ে রচিত। আমার জীবনে পড়া সেরা এডভেঞ্চার উপন্যাস। মূল চরিত্র নঈমকে মনে পড়ে প্রায়ই।
#চাঁদের_পাহাড় –(বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) দ্বিতীয় সেরা এডভেঞ্চার উপন্যাস। অবিশ্বাস্য কিছু! পুরো উপন্যাস পড়ার সময় শ্বাস নিয়েছিলাম? মনে নেই!
#টি_রেক্সের_সন্ধানে – মুহম্মদ জাফর ইকবালের পড়া প্রথম কিশোর উপন্যাস। একজন লেখক শিশুদের মতো কতদূর ভাবতে পারেন, এই বই না পড়লে জানা হতো না।
#পাগলা_দাশু – (সুকুমার রায়) – পাগলা দাশু বাংলা সাহিত্যে আমার প্রিয় চরিত্রগুলোর মধ্যে একটা।
#বাঙ্গালির_হাসির_গল্প ১ ও ২ (জসীমউদদিন) কিছু কিছু গল্প মনে করে আমি এখনো একা একা হাসি!
#মধ্যাহ্ন ১ ও ২ – (হুমায়ূন আহমেদ) বিশ্বসাহিত্যে অন্যতম সেরা উপন্যাস হওয়ার দাবিদার।
#কে_কথা_কয় – (হুমায়ূন আহমেদ) জলে কার ছায়া পড়ে, কার ছায়া জলে? সেই ছায়া ঘুরে ফিরে কার কথা বলে? নদ্দিউ নতিম এখনো আমার প্রিয় কবিদের একজন, যেই নামে কখনো কোনো কবি ছিলনা!
#নিষাদ (হুমায়ূন আহমেদ) – আমি প্যারালাল ইউনিভার্স নিয়ে প্রচুর ভাবি। এর মূলে আছে নিষাদ। নিষাদ এর সাথে দেবী আর নিশীথিনীকেও রাখা উচিত ছিল। এত বইয়ের নাম কেমনে লিখি ?
#হিমুর_হাতে_কয়েকটি_নীল_পদ্ম – (হুমায়ূন আহমেদ) আমি দীর্ঘদিন নীলপদ্ম থিউরিতে বিশ্বাস করতাম। এখনো মাঝে মাঝে মনে হয় করি, মাঝে মাঝে মনে হয় করিনা! শেষ কয়েক পাতা পড়ার সময় যেই ঘোর লেগেছিল তা কখনো ভোলা সম্ভব না!
#টিনটিন – (হার্জ) আলাদা করে একটার নাম বলা সম্ভব না! হার্জ, থ্যাঙ্ক ইউ ফর মেকিং মাই চাইল্ডহুড এ ফ্যাবুলাস ওয়ান!
#ক্রাচের কর্নেল – (শাহাদুজ্জামান) এটা ছাড়া লিস্ট শেষ করা যাবেনা! মুগ্ধ করা উপন্যাস। নিখুঁত ইতিহাস কখনো উপন্যাস হতে পারেনা। ক্রাচের কর্নেল এর ব্যাতিক্রম!
আমি জানি এর মধ্যেও আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বা তীব্র আবেগের স্মৃতি আছে এমন কমপক্ষে বিশটা বই মিস করেছি। তাতে কি! এই কটা ঝিনুক খুজে আনাই কম কি!
Collected from FB..........excellent laglo tai copy krlm