কিছুদিন পূর্বে নদীভাঙ্গা হাইমচরের কিছু ছবি দিয়েছিলাম এখন কিছু ভিডিও দিচ্ছে কিছু ভিডিওতে আমার ছবিও হয়েছে কিন্তু অধিকাংশ ওই এলাকার
ভাঙ্গনের কারণে পশ্চিম অঞ্চলের কোন বড় ধরনের বনায়ন নাই এবং যারা বসবাস করেন তাদের বসতভিটা ও অনেকটা সাময়িক ধরনের অর্থাৎ ইট বালু সিমেন্ট কংক্রিট দিয়ে তারা কোন বাড়ি তৈরি করতে আগ্রহ বোধ করেন না কারণ যেকোন সময় যেকোন জায়গায় মেঘনার ভাঙ্গন এর কারণে এই সব ঘরবাড়ি বিলীন হয়ে যাবে।
২০১৮খৃঃ সালে আমি যা দেখেছি তার থেকে ৪০০ ফিট পশ্চিমে ভাঙ্গন চলে এসেছে এবং কতটুকু ভাঙবে কেউ বলতে পারেন না
যার কারণে অনেকেই এলাকা ছেড়ে শহরে সহযোগী হয়েছেন যেখানে নদীর ভাঙ্গন নেই।
কিন্তু যারা আসবেন তারা সহজেই স্বীকার করবেন এরকম সুন্দর পরিবেশ নদীর তীরে বড় বড় নদীর তীরে পাওয়া যায় না।
ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পাইলিং করে বাঁধ করে উজানে তীর রক্ষা করার চিন্তা-ভাবনা করতে পারেন বা এ বিষয়ে গবেষণা করতে পারেন। উজানে ভাঙ্গন রোধ করা গেলে ভাটিতে হয়ত এ ভাঙ্গন হবে না।
যাহোক এ বিষয়ে আমি বিশেষজ্ঞ নেই পানি উন্নয়ন বোর্ডের যারা বিশেষজ্ঞ এবং নেদারল্যান্ডের যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন
মার্চ ২০২১খৃঃ সালের প্রথম দিকে হাইমচর পশ্চিম থেকে আমাদের ফেরত যাত্রা
নদীতে মাছ ধরার প্রস্তুতি
স্কুলে ছাদ থেকে জানুয়ারী ৩০, ২০২০ খৃঃ সালে নেয়া হাইমচর পশ্চিম, চাঁদপুরের ভিডিও
ডেস্কটপ অনুদানের পর তথ্য প্রযুক্তির প্রারম্ভিক ক্লাস নেয়া
যদিও মনে অধিকাংশই উৎসুক ছাত্র ছাত্রীরা অনুধাবন করেন নি।
ইচ্ছা আছে আরও ক্লাস নিয়ে ছাত্র ছাত্রীদের দিক নির্দেশনা সঠিক করা
সামু র ইউটিউব লিংক এ ভুল এড্রেস কপি হচ্ছিল, (কেন বলতে পারব না) সে জন্যে ইতিপূর্বে ভিডিও চলছিল না। এখন আশা করি ঠিক হয়েছে।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৪