(হুমায়ুন পদ্যাবলী)
পদ্য : 01
করিম রহিম ছিল সহোদর ভাই,
করিমের যে শক্তি আছে রহিমের তা নাই।
করিম যে কর্ম মাত্র পনোরো দিনে করে
সেই কর্ম রহিম করে একমাস ধরে।
এখন বালকগণ চিন্তা কর ধীরে,
দুই ভ্রাতা সেই কর্ম কত দিনে করে।।
পদ্য : 02
চৌবাচ্চা চিল এক প্রকান্ড বিশাল
দুই নলে পানি আসে সকাল, বিকাল।
এক নলে র্পূণ হতে কুড়ি মিনিট লাগে
অন্য নলে র্পূণ হয় না অর্ধঘন্টার আগে।।
চৌবাচ্ছা র্পূণের সময় করহ র্নিণন।
দুই নল খুলে দিলে লাগবে কতক্ষণ?
পদ্য : 03
একটি বাঁদর ছিল
দুষ্ট প্রকৃতির
তৈলাক্ত বাঁশ দেখে
হয়ে গেল স্থির।।
বাঁশ বেয়ে উপরে সে উঠিবার চায়,
পিচ্ছিলতার কারণে পড়ে পড়ে যায়।।
এক মিনিট বেচারা উঠে যতখানি
অর্র্ধপথ নেমে যায় পরাভব মানি
বংশ দন্ড কুড়ি ফিট লম্বা যদি হয়
উপরে উঠিবার সময় করহ র্নিণয়।।
পংকিগুলো হুমায়ুন স্যার রচিত উপন্যাস ``অয়োময়‘‘ থেকে সংকলিত।
**কারো ব্লগের সাথে মিলে গেলে ক্ষমা করবেন**
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৫