মিসড্কল আর ডির্স্টাবিং কলে যারা আমার মত লাইফ হেল হয়ে যাওয়া পাবলিক তাদের জন্য অমোঘ দাওয়াই নিয়ে হাজির হলাম। যারা পারেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছুনা কিন্তু যারা জানেন না তাদের অনেক কামে দিব। মনে রাখবেন আমার পরামর্শ আর বান্দরদের বাঁশ দেওয়া এক্কেবারে মাগনা।
ইহাতে আপনাকে মোট দুইটি ধাপে কম্ম সম্পাদন করিতে হইবে।
মাসআলা 1 : আপনার মোবাইলে ``Easy Busy’’ নামক সফটঅয়ারখানা ডাউনলোড করিয়া লন(পিসি হইতে ইহা ডাউনলোড কইরা মোবাইলে ইন্সটল দিলেও পারেন)।তাহার পর যেসব নাম্বার আপনাকে গুতায় তাগুরে লিষ্টে এড কইরা লন।এবং সফটঅয়ার থেকে এক্সিট না হইয়া হাইড করিয়া রাখুন।
**গুগল মামুতে গিয়া Easy Busy mobile software লেইখ্যা সার্চ মারেন**
মাসআলা 2 : আপনার মোবাইলের call divert অপশনে যাইয়া (voice call) এ Divert when busy / If busy সিলেক্ট করে To other number এ নিম্নবর্ণিত তালিকা অনুসারে নম্বর বসাইয়া বিসমিল্লাহ বলিয়া Ok চাপ মারুন। ব্যাস খেইল খতম।
**আপনি যে অপারেটর ব্যবহার করেন তাহার নম্বর ব্যতিত অন্য নম্বর বসাইলে হইবেনা**
গ্রামীণফোণ (হারামীর পুন) : ১২৬৬
রবি (তিনধাপ পিছিয়ে) : ৮১২১
বাংলালিংক (ভাঙ্গালিংক) : ৭৭০
এয়ারটেল (জোঁকের তেল) : ৭৮৯
যর্থাথ তরতিব অনুসারে উক্ত কম্ম সাধনে আপনাকে Easy Busy তে এড করা নম্বর হইতে কল করিলে তাহার ব্যালেন্স কাটিয়া যাইবে (বাঁশ খাইল তাইনা?)
বি: দ্র: কে বা কাহারা বাঁশ খাইল আপনাকে এসএমএস এর মাধ্যমে জানাইয়া দেওয়া হইবে।
উপসংহার: এত্তকিছু হইয়া যাইব মাগার আপনি কিছু টেরও পাইবেন না। মানে খাড়াইল যে, টাকা খরচ করিয়া নিশ্চয়ই কেহ আপনাকে ডির্স্টাব মারার সাহস দেখাইবে না
পুনশ্চ ২ : শুধু ২য় মাসআলা ইউজ করেও পারবেন তবে সেটা হবে ম্যানুয়ালী। কেউ বিরক্ত করলে জাষ্ট তার কলটা কেটে দিন। তাতেও বাঁশ দেওয়া হবে। বিশ্বাস না হয় তো এখনই মোবাইলটা হাতে নিয়ে টেরাই করেন।
*যার ফোন কেটে দিবেন সেই শুধু বাঁশ খাবে অন্যরা খাবে না*
পুনশ্চ ১ : শুধু প্রথম মাসআলা ব্যবহারে সফটঅয়ারের লিষ্টে উল্লেখিত কলার কল করলে তার কল ব্লক হয়ে যাবে।
* তবে কলারের ব্যালেন্স ঠিক থাকবে*
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৯