জিবনটা একটা সংগ্রাম.......বিশেষ করে
ছেলেদের।
কারন তাদের উপর অর্পিত থাকে
পিতা,মাতা ও পরিবারের ভরনপোষণ।
সেক্ষেত্রে ভবঘুরের জিবন ছেলেদের থেকে
কোন ভাবে কাম্য নয়।
যারা চিন্তা করে ভালো কিছু,অবশ্যই
তাদের তা করে দেখাতে হয়।
অলসতা জীবনের জন্য কাম্য নয়।কারন তা
মানুষকে ক্ষতিগ্রস্থ করে।তেমনি অন্যের
প্রতি নির্ভরশীলতা আত্মবিশ্বাসকে
ধ্বংশ করে।
আমি মনে করি ২০ এর পরে সব ছেলেই উচিত
কর্ম জীবনে পা দেওয়া।
যারা বিমুখীতা করে,তাদের অধিকাংশই
বাজে সময় ব্যয় করে।
আর তা অতীত হয়ে ভবিষ্যতে তাদের দংশন
করবেই।
আর তা তাদের কোন কাজেই আসবে না।
জিবনকে সুন্দর জায়গায় পৌছিয়ে নেওয়ার
জন্য চেষ্টা প্রয়োজন।সেখানে সঠিক
পরিকল্পনা না থাকলে ব্যর্থ হওয়া ছাড়া
উপায় থাকবে না।
আর জীবনে চলার পথে চেষ্টার পাশাপাশি
অবশ্যই ভাগ্যের উপর বিশ্বাস রাখা জরুরি।
অর্থাৎ তোমার ভাগ্যে যা আছে তা হবেই।
তা বলে চেষ্টা না করে ঘরে বসে থাকলে
কখনো বুঝা যাবেনা ভাগ্যে কি ছিল।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ রাত ১০:৫৭