আগুন চাইলে নেভাতে পারো
বা চাইলে তাতে হাওয়া দিতে পারো।
মনের আগুন তো নেভানো যায় না
পুড়ে যাবে তাতে যত অনাচার ।
বাধা যত ততো শক্তির সঞ্চার
ভেঙ্গে যাবে তাতে অন্যায় অবিচার।
মানুষের অধিকার চুরি করা যাবে
ভ্রান্ত ধারণা কোথা থেকে তুমি পেলে।
রাতের আধাঁর পেরিয়ে দিন আসে
ভেবে দেখো পরিনতি অবশেষে ।
মিথ্যাতে রঙ তুমি পারো লাগাতে
সত্যতে জয় ইতিহাস বলে।
অপকৌশলে বুঝি তুমি পার পাবে
কৌশলে তাতেই ফেঁসে তো যাবে ।